ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি আইনে জিতে ফাইনালে রংপুর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
বৃষ্টি আইনে জিতে ফাইনালে রংপুর

স্টিভেন টেলর, সৌম্য সরকার, সাইফ হাসানরা করলেন ঝড়ো ব্যাটিং। বৃষ্টির বাধায় ছোট হয়ে আসা ম্যাচে রংপুর রাইডার্স পেল ভালো সংগ্রহ।

এরপর বল হাতে দুর্দান্ত করলেন মাহেদী হাসান। প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় যাওয়া রংপুর উঠে গেছে ফাইনালে।

গায়ানায় গ্লোবাল সুপার লিগের ম্যাচে বৃষ্টি আইনে লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান করে রংপুর। ৯ ওভারে নেমে আসা ম্যাচে লাহোরের লক্ষ্য ছিল ১১১ রান। ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি তারা।  

এমনিতে ম্যাচটি ছিল লিগ পর্বের। তবে দুই দলের জন্যই ছিল ফাইনালে উঠার লড়াই। এ ম্যাচে জিতলেই ফাইনালে চলে যেত লাহোর। কিন্তু রংপুরকে মেলাতে হতো রান রেটের সমীকরণও। সেটি তারা করতে পেরেছে বেশ ভালোভাবেই।  

শুরুতে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন স্টিভেন টেলর ও সৌম্য সরকার। ১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২২ রান করে সৌম্য বোল্ড হন মির্জা বেইগের বলে।  

তিনে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন সাইফ হাসানও। কিন্তু নবম ওভার শেষ হতেই নেমে আসে বৃষ্টি। তখন স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান অপরাজিত ১৪ বলে ২৭ রানে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি রংপুর।  

তারা কেবল এক উইকেট হারানোয় লাহোরের সামনে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। রান তাড়ায় নেমে প্রথম ওভারেরই ধাক্কা খায় লাহোর, মেহেদী হাসানের ওই ওভারে তিন বলে তিন উইকেট হারায় তারা। প্রথমটি ছিল রান আউট, পরেরটি স্টাম্পিং আর শেষেরটিতে বোল্ড হন মোহাম্মদ ফাইজান।  

নিজের দ্বিতীয় ওভার করতে এসে ৫ বলে ১১ রান করা মোহাম্মদ আখলাককে ফেরান মাহেদী। এরপর আর লাহোরের জন্য লড়াই খুব একটা বাকি ছিল না। ২০ বলে ৩১ রান করে মির্জা তাহির বেইগ ও ১২ বলে ২৫ রান করে টম অ্যাবেল কেবল ব্যবধান কমিয়েছেন।  

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।