ম্যাচের আগে থেকেই এ নিয়ে গুঞ্জন। রাজশাহীর ক্রিকেটাররা নাকি ম্যাচই খেলতে আসবেন না।
কিন্তু বিদেশি ক্রিকেটারদের কেউই আসেননি। শুরুর অনুশীলনে ছিলেন না তারা। পরে কোনো বিদেশি ক্রিকেটারকে একাদশে দেখাও যায়নি। পেমেন্ট নিয়ে জটিলতার ভেতরই এমন ঘটনা ঘটেছে।
টসের সময় রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। চার থেকে পাঁচজনের মতো- সব দেশি ক্রিকেটার খেলবেন, কোনো বিদেশি আজকের ম্যাচে নাই। ’
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো দল একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নামতে পারবে না। তবে ‘কারণ’ দেখাতে পারলে এ নিয়ম শিথিলযোগ্য। ওই সুযোগ কাজে লাগিয়েই শেষ অবধি মাঠে নেমেছে দুর্বার রাজশাহী।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিদেশি ক্রিকেটাররা এভেইলেবল না থাকায় শুধু দেশিদের নিয়ে খেলার আবেদন করে রাজশাহী। এর প্রেক্ষিতে সেটি মঞ্জুর করেছে বিপিএল টেকনিক্যাল কমিটি। বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময় :
এমএইচবি