ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শোয়েবের সর্বনাশ করেছিলেন ওয়াকার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
শোয়েবের সর্বনাশ করেছিলেন ওয়াকার!

করাচি: শোনা যাচ্ছে ডেভ হোয়াটমোরের স্থলাভিষিক্ত হিসেবে আবারও পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে বসতে যাচ্ছেন ওয়াকার ইউনুস। কিন্তু আপত্তি জানালেন সাবেক পেসার শোয়েব আখতার।

পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে বুধবার আইসিসির হল অব ফেমে অভিষিক্ত হওয়া ওয়াকারের কঠোর সমালোচনা করলেন তিনি।

জিও সুপার চ্যানেলকে এক সাক্ষাত্কারে শোয়েব বলেন,‘ওয়াকার ভালো অধিনায়ক নয়, ভালো কোচও নয়। ’

২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের বিপক্ষে দল থেকে বাদ পড়ায় পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস,‘যখন ‍জানতে পারলাম অধিনায়ক শহীদ আফ্রিদি আমাকে দলে চাইলেও টিম ম্যানেজমেন্ট, ইন্তিখাব আলম ও ওয়াকার ইউনুস সেমিফাইনালে আমাকে আনফিট ঘোষণা করল। অথচ আমি মাঠে নামতে চেয়েছিলাম। আমার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল এই ঘটনা। বিশ্বাস করুন ওই সময় মনে হচ্ছিল আমি কাউকে মেরে ফেলি। ’

মোহালির ওই ম্যাচে ২৯ রানে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। কিন্তু সাবেক পেসারের বিশ্বাস তিনি মাঠে নামলে অন্য কিছুও হতে পারত। শোয়েব বলেন,‘বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলা হতো আমার জীবনের সবচেয়ে বড় ম্যাচ। আমি জানি প্রথম ১০ ওভার বল করতে পারলে ভালো কিছু হতো, কারণ ওই ওভারগুলো অনেক কিছু নির্ধারণ করে। আমাকে খেলতে না দেওয়ায় মানসিকভাবে কষ্ট পেয়েছি। আমি জানতেও চেয়েছিলাম কীভাবে তারা আমাকে আনফিট বলে। ’

ওই আসরে আফ্রিদির সঙ্গে শোয়েবের দ্বন্দ্ব ছিল বলে গুঞ্জন শোনা যায়। এই ব্যাপারটি প্রত্যাখ্যান করে সাবেক ডানহাতি পেসার বলেন,‘আমরা একে অপরকে অনেক সমর্থন দিয়েছিলাম। আমি জানি শহীদ আমাকে সেমিফাইনালে খেলাতে চেয়েছিল, কিন্তু ইন্তিখাব ও ওয়াকার আমার বিরুদ্ধে ছিল। ’

এর আগে আফ্রিদি ও বোর্ডের সঙ্গে মতপার্থক্য থাকায় ২০১১ সালের বিশ্বকাপের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ওয়াকার।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।