ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের ব্যাটে মোহামেডানের জয়

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
মুমিনুলের ব্যাটে মোহামেডানের জয়

সিলেট বিভাগীয় স্টেডিয়াম থেকে: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ‍কাপ শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাঝপথে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেডের কাছে হারে তারা।

বুধবার তৃতীয় ম্যাচে ইউসিবি বিসিবি একাদশের বিপক্ষে সাত উইকেটে আবারও জয়ে ফিরল মাশরাফি মুর্তজার দল। গত দুই ম্যাচে রান না পাওয়া মুমিনুল হক হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জেতালেন মোহামেডানকে।

ইউসিবি বিসিবি একাদশ: ১২৯/৯ (২০ ওভার)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৩০/৩ (১৭.১ ওভার)
ফল: মোহামেডান জয়ী স‍াত উইকেটে

আগে ব্যাট করতে নেমে মোহামেডানের ডানহাতি পেসার দেওয়ান সাব্বিরের তোপে পড়ে টানা দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং দুর্দশায় পড়ে বিসিবি একাদশ। তাদের হয়ে ৪৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন রনি তালুকদার। দলীয় এক রানে প্রথম উইকেট হারালে তামিম ইকবালকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন তিনি। ভালো শুরুর আভাস দিলেও সেটা কার্যত ফলেনি।

তামিমের ব্যাট থেকে আসে দ্বিতীয় সেরা ৩৪ রান। নাঈম ইসলাম (২০) ও মার্শাল আইয়ুব (১৩) দুই অঙ্কের ঘরে পৌঁছানো বাকি দুই ব্যাটসম্যান।

দেওয়ান চার উইকেট নেন। দুটি পান আলাউদ্দিন বাবু।

লক্ষ্যে নেমে দলীয় ৫৮ রানে তিন উইকেট হারায় মোহামেডান। সহজ জয়ের পথে কোনো ভীতি ধরাতে পারেননি বিসিবি বোলাররা। ৭২ রানের হার না মানা জুটিতে তাইবুর পারভেজকে নিয়ে জয় ছিনিয়ে আনেন মুমিনুল, একই সঙ্গে হাফ সেঞ্চুরিও পান। ২৮ বলে সাত চার ও এক ছয়ে ফিফটি হাঁকান তিনি।

এনামুল হক জুনিয়র দুটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।