ঢাকা: এশিয়া কাপ ২০১৪ নিয়ে নানা জল্পনা-কল্পনা ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে বাংলার মাটিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীলঙ্কার কলম্বোতে শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস জানালেন, এশিয়া কাপের খেলা সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ভারতীয় টেলিভশন চ্যানেল স্টার ইন্ডিয়া।
বিসিবির এই কর্মকর্তা বলেনম,‘কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা ছিল। মূল এজেন্ডা ছিল মিডিয়া রাইটস কাকে দেওয়া হবে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপের মিডিয়া রাইটস দেওয়া হয়েছে স্টার ইন্ডিয়াকে। ’
জালাল ইউনুস আরও বলেন,‘এখানে মিডিয়া রাইটস দেওয়ার সময় ব্রডকাস্টাররা প্রশ্ন তুলেছিল তাদের ভেন্যু কোথায়। আপনারা জানেন যে ভেন্যু নিয়ে একটা সংশয় ছিল। তাদের বলা হয়েছে ভেন্যু বাংলাদেশেই বহাল থাকছে। এবং বাংলাদেশেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ’
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ৫ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর