ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সালমাদের টার্গেট ১৩৮

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
সালমাদের টার্গেট ১৩৮

সিলেট থেকে: নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে ভালোই সাড়া দিচ্ছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা।

৪৯ রানের মধ্যে তাদের তিনটি উইকেট তুলে নিয়ে ভালো শুরুর আভাস দিয়েছিল স্বাগতিকরা। তবে অধিনায়ক চার্লত্তে এডওয়ার্ডসের ফিফটিতে ৫ উইকেটে ১৩৭ রান করে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়নরা।

প্রথম চার ওভারে সালমা খাতুন ও জাহানারা আলমের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ রান নেয় ব্যাটিং দল। বাংলাদেশের অধিনায়ক তার তৃতীয় ওভারে সারাহ টেলরকে (৭) খাদিজা তুল কুবরার ক্যাচ বানান।

দলের ৪৯ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় ইংল্যান্ড। কুবরা ২ রানে ট্যামি বুমন্টকে আউট করেন। আরেক স্পিনার রুমানা আহমেদের শিকার হন লিডিয়া গ্রিনওয়ে।

তবে চার্লত্তে ব্যাটিং ক্রিজে যতক্ষণ ছিলেন ততক্ষণ বাংলাদেশের ফিল্ডাররা শঙ্কার মধ্যেই থেকেছে। ৫৫ বলে ফিফটি পান প্রতিপক্ষ অধিনায়ক। সালমা তার শেষ ওভারে ৮০ রানে সাজঘরে ফেরান চার্লত্তেকে। ৬৯ বলে ১১ চারে সাজানো তার সেরা ইনিংস।

শেষ ওভারে হিদার নাইট ৯ বলে দুটি চারে হার না মানা ১৮ রান করেন। দ্বিতীয় সেরা ২০ রান আসে নাতালি শিভারের ব্যাটে।

সালমা ও কুবরা দুটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।