ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লে সমস্যায় ভুগছে সালমারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
পাওয়ার প্লে সমস্যায় ভুগছে সালমারা

সিলেট থেকে: অভিজ্ঞ ইংল্যান্ডের কাছে ৭৯ রানের সবচেয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা। ১৩৮ রানের লক্ষ্যে নেমে ৯ উইকেটে মাত্র ৫৮ রানে থামে তারা।

বড় টার্গেটে খেলতে গিয়ে এমন হোঁচটের পেছনে সালমা খাতুনের মতো আবারও পাওয়ার প্লের সদ্ব্যবহার না করতে পারাকেই দায়ী করলেন দলের পেসার জাহানারা আলম।

বাংলাদেশের জন্য এই টার্গেট বড়ই বলা চলে। তবুও স্বাভাবিক খেলা খেলেই লক্ষ্য অতিক্রম করতে চেয়েছিল স্বাগতিকরা। পাওয়ার প্লের সদ্ব্যবহার করলে হয়তো বা ইতিবাচক ফল আসত এমনটাই মনে করেন এই ডানহাতি পেসার,‘আমাদের টার্গেটই ছিল স্বাভাবিক খেলা, পাওয়ার প্লের সঠিক ব্যবহার করা। আমাদের পরিকল্পনা ছিল ওরা যতই টার্গেট দিক তাতে কোনো সমস্যা নেই। আমরা সহজাত খেললে ও পাওয়ার প্লেটা ঠিকভাবে ব্যবহার করলেই খেলাটা বেরিয়ে আসতে পারত। কিন্তু আমরা করতে পারছি না। ’

এদিন পাওয়ার প্লেতে মাত্র ১৫ রানে তিন উইকেট হারায় স্বাগতিকরা। উইকেট ধরে রাখার চেয়ে পাওয়ার প্লেতে মেরে খেলাই গুরুত্বপূর্ণ কি না এমন প্রশ্নে জাহানারার মন্তব্য,‘পাওয়ার প্লেতে অবশ্যই রান করা উচিত আমাদের। টি-টোয়েন্টি ওয়ানডে বা টেস্টের মতো নয়। পাওয়ার প্লেতে উপরের খেলোয়াড়রা যদি রান করে দিয়ে আসতে পারে তবে পরের ব্যাটারদের জন্য ভালো হবে। এটার ব্যবহার ঠিকভাবে করলেই ব্যাটিং ব্যর্থতা অনেকটা কাটিয়ে ওঠা যাবে। ’

কক্সবাজারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সিরিজ হয়েছিল। প্রস্তুতির কোনো ঘাটতি আছে কি না এমন প্রশ্নে জাহানারা বলেন,‘আমরা যে গুটিয়ে যাচ্ছি এটা আমাদের সঙ্গে যায় না। আমরা অনেক প্রস্তুতি নেই, নেটে অনুশীলন করি। কিন্তু ম্যাচে এসে সেটা হচ্ছে না। কোচের সঙ্গে আলোচনা হচ্ছে এসব নিয়ে, কিন্তু মাঠে খেলতে গিয়ে সফল হচ্ছি না। ’

এই ম্যাচে সাতজন ব্যাটার সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে যান। এমন হওয়ার পেছনে ইংল্যান্ডের ফিল্ডারদের কৃতিত্ব দিলেন ১৯ ম্যাচ খেলা এই ডানহাতি পেসার,‘টার্গেট যেহেতু বড় ছিল, সব ফিল্ডারই ভেতরে ছিল। ওরা অনেক অভিজ্ঞ খেলোয়াড়, অনেক ভালো দল। গুড লেন্থের বল ভালো খেলা যায়, কিন্তু মিস হয়ে গেছে আমাদের ব্যাটারদের। ’

আগের ম্যাচের চেয়ে এই ম্যাচের পার্থক্য নিয়ে জাহানারা বলেন,‘সত্যি কথা বলতে আগের ম্যাচের চেয়ে আমরা এই ম্যাচে খুব ভালো করতে পারিনি। আবার যে খুব খারাপও করিনি। প্রথম ১৫ ওভার আমাদের বোলাররা কিন্তু খুবই ভালো করেছে। ডেথ ওভারে আমাদের উন্নতি করতে হবে। এটাই লক্ষ্য থাকবে পরের ম্যাচের জন্য। ’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে তিনি বলেন,‘আমাদের ব্যাটিংয়ের উন্নতি করতে হবে খুব বেশি। ইংল্যান্ড যে ভালো দল এটা মাঠে নামার আগে মাথায় নেইনি আমরা। তাদের স্বাভাবিক প্রতিপক্ষ হিসেবে নিয়েছি। লড়াই করার ইচ্ছা ছিল। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের পাওয়ার প্লেতে উন্নতি করতে হবে। বোলিংয়েও উন্নতি দরকার। ’

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।