ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাজঘরে কুশল-জয়াবর্ধনে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
সাজঘরে কুশল-জয়াবর্ধনে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: টসে জিতে ব্যাটিং করতে নেমে খানিকটা শুভ সূচনা করলেও পরপর দুই উইকেট খুইয়ে ফেলেছে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারের শেষ বলে ওপেনার কুশল পেরেরার স্ট্যাম্প ভেঙে তাকে সাজঘরে ফিরিয়েছেন ক্রিস সানতোকি।

আর পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই অপর প্রান্তের ব্যাটসম্যান তিলকারত্নে দিলশানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সাজঘরের পথ ধরতে হলো জয়াবর্ধনেকে।

ক্রিজে রয়েছেন ওপেনার দিলশান ও ‍কুমার সাঙ্গাকারা। ৫ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৪৩ রান।

পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছে দুইবারের রানারআপ দলটি।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান নতুন অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
 
পঞ্চম আসরের বিশ্বকাপ শিরোপা ঘরে নেওয়ার এ প্রাথমিক লড়াইয়ে শ্রীলঙ্কান দলের হয়ে খেলছেন- কুশল পেরেরা, তিলকারত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরামান্নে, সেক্কুজে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, সাচিত্রা সেনানায়েক, রঙ্গনা হেরাথ ও লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)।

ক্যারিবীয় দলের হয়ে খেলছেন ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লিন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), অ্যান্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, স্যামুয়েল বদ্রি ও ক্রিস সানতোকি।

** ব্যাটিংয়ে শুভ সূচনা লঙ্কানদের
** টসে জিতে ব্যাটিং নিলেন মালিঙ্গা
** গ্যাংনামের ঘোড়া থামাবে কি সিংহরা?

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।