ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইল-স্মিথের পর সাজঘরে সিমন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
গেইল-স্মিথের পর সাজঘরে সিমন্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: দুই ওপেনার ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথের পথ ধরে সাজঘরে ফিরে গেছেন ক্যারিবীয় টপ অর্ডার ব্যাটসম্যান লিন্ডন সিমন্স (৪)। তাকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেছেন শ্রীলঙ্কান স্পিনার সেক্কুজি প্রসন্ন।



এর আগে, পঞ্চম ওভারে বল করতে এসে উইন্ডিজ ড্যাশিং ওপেনার ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথের স্ট্যাম্প ভেঙে দেন লঙ্কান গতির রাজা লাসিথ মালিঙ্গা। দলীয় ২৫ রানে সাজঘরে ফেরার আগে ১৩ বলে ৩ রান সংগ্রহ করেন গেইল। আর ১৪ বলে ১৭ রান করেন স্মিথ।

গেইল-স্মিথ-সিমন্সের উইকেট খুইয়ে ১০ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ৫৩ রান। ক্রিজে রয়েছেন মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভো।

এর আগে, লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসের ২৩ বলে ঝড়ো ৪০ রান ও মিডল অর্ডার লাহিরু থিরামান্নের ৩৫ বলে ৪৪ রানের সুবাদে ১৬০ রানের লড়াকু স্কোর গড়ে শ্রীলঙ্কা।

২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে তারা। জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন ১৬১ রান।

লঙ্কানদের পক্ষে উল্লেখযোগ্য রান আসে ওপেনার তিলকারত্নে দিলশান ও কুশল পেরেরার ব্যাট থেকে। কুশল করেন ২৬ রান, আর দিলশানের ব্যাট থেকে আসে ৩৯ রান।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করলেও দলীয় অর্ধশতকের আগেই সাজঘরের পথ ধরেন ওপেনার কুশল পেরেরা, টপ অর্ডার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। পরিস্থিতি সামলাবার চেষ্টা করেও দলীয় ৯১ রানে ব্যক্তিগত ৩৯ রানে ১৪তম ওভারের চতুর্থ বলে গ্লাভস-ব্যাট গুটিয়ে সাজঘরে ফেরেন তিলকারত্নে দিলশান। দলীয় ১২১ রানে আউট হন থিরামান্নে। সবশেষে দলের স্কোরকে সম্মানজনক স্থানে পৌঁছে দিয়ে ইনিংসের শেষ বলে বাউন্ডারিতে তালুবন্দি হন ম্যাথুস।

ক্যারিবীয় বোলারদের পক্ষে ২টি উইকেট নেন ক্রিস সানতোকি। একটি করে উইকেট যায় বদ্রি ও রাসেলের ঝুলিতে।

** গেইল-স্মিথের স্ট্যাম্প ভাঙলেন মালিঙ্গা
** ১৬১ রানের টার্গেটে ঝড়ো শুরু ক্যারিবীয়দের
** ম্যাথুসের ব্যাটে লড়াকু স্কোর লঙ্কানদের
** লঙ্কান লোয়ার অর্ডারদের রান তোলার চেষ্টা
** চাপে লঙ্কানরা
** সাজঘরে কুশল-জয়াবর্ধনে
** ব্যাটিংয়ে শুভ সূচনা লঙ্কানদের
** টসে জিতে ব্যাটিং নিলেন মালিঙ্গা
** গ্যাংনামের ঘোড়া থামাবে কি সিংহরা?

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।