ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যায় মহেন্দ্র সিং ধোনি ও ফ্যাফ ডু প্লেসি

মিরপুর থেকে: খুব সহজেই গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে ভারত। সুপার টেনের চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।



সে তুলনায় অনেকটা লড়াই করে সেমিফাইনালের টিকিট পেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সুপার টেনের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে ফ্যাফ ডু প্লেসির দল।

সেখান থেকে গ্রুপের বাকি তিন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে সেমিফাইনালের টিকিট পায় প্রোটিয়ারা।

শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে, বৃহস্পতিব‍ার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীতে ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর যে মিরপুরের মাঠ পুরোপুরি শুকনো। শুক্রবার সকাল থেকে রোদ ওঠায় মাঠ শুকিয়ে যাচ্ছে।

যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পিচ কিউরেটর গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস ম্যানেজার আব্দুল বাতেন মাঠ শুকনো ও খেলার উপযোগী বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বৃষ্টির কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের ইনিংসের ৬ দশমিক ১ ওভার বাকি থাকতে ধূলিঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় ম্যাচ সাময়িক পণ্ড হয়ে যায়। পরবর্তীতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৭ রানে জয় পায় শ্রীলঙ্কা।

দ্বিপাক্ষিক সিরিজসহ মোট সাতবার পরস্পরের বিপক্ষে খেলেছে ভারত- দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে পাঁচবারই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। মাত্র দু’বার জয় পায় প্রোটিয়ারা।

ভারত: ধোনি (অধিনায়ক), শেখর ধাওয়ান, রোহিত শর্মা, ভিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, অজয় জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, মোহিত, স্টুয়ার্ট বিনি, অজেঙ্কা রাহানে, অমিত মিশ্র এবং বরুণ অ্যারন।

দক্ষিণ আফ্রিকা: ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, ডি কক, মর্নে মরকেল, ডি ভিলিয়ার্স, বেহারদিয়েন, জেপি ডুমিনি, মিলার, এলবি মরকেল, ডেল স্টেইন, ইমরান তাহির, হেনরিক্স, ওয়েন পারনেল, সতসবে এবং অ্যারন ফাঙ্গিসো।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।