ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা বিভাগের চতুর্থ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪
ঢাকা বিভাগের চতুর্থ জয়

চট্টগ্রাম: জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে ৮ উইকেটে চতুর্থ জয় পেল ঢাকা বিভাগ। রকিবুল হাসানের দল বরিশালকে হারিয়ে ছয় ম্যাচে ১১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকল।



বরিশাল: প্রথম ইনিংস- ৩২৩/১০, দ্বিতীয় ইনিংস- ২২৯/১০
ঢাকা: প্রথম ইনিংস- ৪৪৩/১০, দ্বিতীয় ইনিংস- ১১২/২
ফল: ঢাকা বিভাগ জয়ী ৮ উইকেটে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ও শেষ দিন আট রান যোগ করতেই শেষ দুই উইকেট হারিয়ে বসে বরিশাল বিভাগ। তাদের দ্বিতীয় ইনিংসের শেষ দুটিসহ নাজমুল ইসলাম সবচেয়ে বেশি চারটি উইকেট পান। আগের দিন দেওয়ান সাব্বির ও নুর হোসেন দুটি করে উইকেট নিয়ে বরিশালের লাগাম টেনে ধরেছিলেন।

জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ১১০ রান। রনি তালুকদারের ব্যাটিং ঝড়ে লক্ষ্যে পৌঁছাতে সময় লাগেনি তাদের। যদিও ৩৩ রানে আব্দুল মজিদ ও তাইবুর রহামন ৩১ রানে মনির হোসেনের কাছে উইকেট হারান। দুজনেই কার্যকরী ইনিংস যে খেলেছেন বলার অপেক্ষা রাখে না।

রনি ৬৪ বলে আট চারে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

প্রথম ইনিংসে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেওয়া তাইবুরকে ম্যাচসেরা ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।