ঢাকা: এই সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ সদস্যের ওডিআই স্কোয়াড ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে ঐ দলে জায়গা হয়নি নিয়মিত ক্রিকেটার ড্যারেন স্যামির।
প্রথম ঘোষিত দলে স্যামি ছাড়াও বাদ পড়েছিলেন দলের নিয়মিত অধিনায়ক ডোয়াইন ব্রাভো ও কিরন ফোলার্ড। তবে টি-টোয়েন্টি সিরিজে তিনজনকেই দলে রাখা হয়েছে। আগামী বছর জানুয়ারীর নয় তারিখ থেকে দু’দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
এদিকে নিয়মিত অধিনায়ক ব্রাভোকে সরিয়ে ওডিআই দলের নতুন অধিনায়ক করা হয়েছে ফাস্ট বোলার জেসন হোল্ডারকে। ক্যারিবিয়ান দলের নির্বাচক ক্লাইভ লয়েড জানিয়েছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেই হোল্ডারকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্যামি বর্তমানে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিক্যান্সের হয়ে খেলছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে জানুয়ারীর ১৬ তারিখে।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘন্টা, ২৫ ডিসেম্বর ২০১৪