ঢাকা: ক্রাইচচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টর দ্বিতীয় দিন শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক ব্র্যান্ডর ম্যাকালামের ১৯৫ রানের উপর ভর করে কিউইদের করা প্রথম ইনিংসে ৪৪১ রানের জবাবে বোল্ট, ওয়েঙ্গারদের বোলিং তোপে ১৩৮ রানেই গুটিয়ে যায় সফরকারিদের ইনিংস।
তবে ফলোঅনে পড়া লঙ্কানরা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ঘুড়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৮৪ রান। তবে এখনও ২১৯ রানে পিছিয়ে আছে দলটি।
এদিকে আগের দিনে ৪২৯ রানে সাত উইকেট হারিয়ে দিন শেষ করা নিউজিল্যান্ড এদিন ১২ রান তুলতেই বাকি তিন উইকেট হারায়।
তবে লঙ্কানরা ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। তবে বাকি ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছাতে না পারলে ফলোঅনে পড়তে হয় দলটিকে।
কিউইদের হয়ে তিনটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়েঙ্গার এছাড়া দুটি করে উইকেট নেন টিম সাউদি ও জিমি নিশাম।
এদিকে দ্বিতীয় ইনিংসে নেমে সাবধানে ব্যাটিং করে লঙ্কান ওপেনাররা। দিমুথ করুনারত্নে ৪৯ ও কুশাল সিলভা ৩৩ রানে দিন শেষ করেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪