ঢাকা: বৃষ্টির কারণে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। আর শেষ পর্যন্ত ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
তবে দু’দলের এ টেস্টে ফলাফলেরও দারুণ সম্ভাবনা ছিল। কারণ দল দুটি নিজেদের প্রথম ইনিংসে আলাদা ভাবে দু’জন করে সেঞ্চুরি করেছিলেন। আর দু’দলের বোলাররাও ১৭ টি উইকেট নিয়েছিলেন।
প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংসে আট উইকেটে ৪১৭ রান করে ডিক্লেয়ার করে। পরে ক্যারিবীয়রা চতুর্থ দিন শেষে নয় উইকেট হারিয়ে ২৭৫ রান তোলে। ম্যাচ সেরা হন ১০৬ রান করা সফরকারি ওপেনার ক্রেগ ব্রাথওয়েট।
তিন ম্যাচ সিরিজে প্রথম টেস্ট জিতে ইতিমধ্যে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আগামী দুই জানুয়ারী কেপ টাউনে দু’দলের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৪