ঢাকা: ২০১৪ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর আসন্ন বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দেয় ঘোর অনিশ্চয়তা।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ মাঠে নামেন তিনি। ক্লার্কের ফেরার দিনে আমিরাতকে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে ক্লার্কের ৬৪, অ্যারণ ফিঞ্চের ৬১ ও স্টিফেন স্মিথের ৫৯ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৪ রান করে অস্ট্রেলিয়া।
![](files/February_2015/February_11/AUS_VS_UAE_bg_239877746.jpg)
আরব আমিরাতের হয়ে তিনটি করে উইকেট নেন নাসির আজিজ ও কৃষ্ণ চন্দ্রন।
৩০৫ রানের বড় লক্ষ্যে ছুটতে গিয়ে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। স্বপ্নিল পাতিলের ব্যাট থেকে সর্বোচ্চ ৩১ রান আসে।
হাজলেউড, প্যাট কামিন্স ও ডোহার্টি দুটি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই বড় জয় পেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতকে ১০৬ রানের ব্যবধানে হারিয়েছিল অজিরা।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৫