ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনভিজ্ঞতায় হারলো আরব আমিরাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
অনভিজ্ঞতায় হারলো আরব আমিরাত ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ নিয়ে অনেকের ভাবনায় ছিল পুল বি’র ম্যাচটি হয়তো একতরফাই জিতে নেবে জিম্বাবুয়ে। কিন্তু তাদের কঠিন লড়াই করতে হয়েছে জয় পেতে।

টেস্ট খেলুড়ে দলটির ঘাম ঝরিয়েই চার উইকেটে হার মেনেছে আরব আমিরাত। বারবার ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও অনভিজ্ঞতায় সে সুযোগ শেষ পর্যন্ত হাতছাড়া করেছে দলটি।

নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভাল স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে সাত উইকেটে ২৮৫ রান জমা করে আরব আমিরাত। সেই রান তাড়া করতে নেমে বেশ বিপদেই পড়ে জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত শন উইলিয়ামসের ব্যাটে দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় আফ্রিকার দলটি।

শুরু থেকে প্রত্যয়ী ব্যাটিংয়ের চেষ্টা
ম্যাচের  শুরু থেকেই  আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে থাকেন আমিরাতের দুই ওপেনার আমজাদ আলি এবং এন্ডি বেরেনগার। কিন্তু দলীয় ২৬ রানে আমজাদ এবং দলীয় ৪০ রানের মাথায় বেরেনগার আউট হয়ে গেলে অস্বস্তিতে পড়ে যায় মধ্যপ্রাচ্যের দলটি। আমজাদের উইকেটটি নেন চাতারা এবং বেরেনগার আউট হন সোলোমন মিরের বলে।

স্বস্তি এনে দিলেন খুররাম খান
তৃতীয় উইকেটে খুররাম খান এবং কৃষ্ণ চন্দ্রনের ৮২ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় আরব আমিরাত। দুই ব্যাটসম্যানই বেশ সাবলীলভাবেই মোকাবেলা করেন জিম্বাবুয়ের বোলারদের। কিন্তু দলীয় ১২২ রানের মাথায় ৩৪ রান করে কৃষ্ণ চন্দ্রন  জিম্বাবুইয়ান বোলার সোলোমন মিরের দ্বিতীয় শিকারে পরিণত হলে তৃতীয় উইকেট হারায় আরব আমিরাত। এরপর  দলীয় ১৩৪ রানের মাথায় খুররাম খান ৫৫ বলে ৪৫ রান করে আউট হলে খেলায় ফিরে আসে জিম্বাবুয়ে।

সাইমান আনোয়ারের ঝড়ো ব্যাটিংয়ে স্বপ্ন দেখে মরুর দল
সাইমান আনোয়ার ৫০ বলে ৬৭ রানের ইনিংসটি বিপাকে ফেলে দিয়েছিল জিম্বাবুয়েকে। মূলত এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের মারকাটারি  ব্যাটিংয়ে কোনঠাসা হয়ে পড়ে জিম্বাবুইয়ান বোলাররা। নয় চার এবং এক ছয়ে সাইমান তার ইনিংসটি সাজান। শন উইলিয়ামস যখন ৪৫তম ওভারের প্রথম বলে  সাইমানের উইকেটটি তুলে নেন তখন আরব আমিরাতের স্কোর দাঁড়ায় সাত উইকেটে ২৩৪ রান।

শেষ পাঁচ ওভারের তাণ্ডব
আমজাদ জাভেদ এবং মোহাম্মদ নাভিদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পাঁচ ওভারে ৪৩ রান যোগ করে আমিরাত। আমজাদ ১৯ বলে অপরাজিত ছিলেন ২৫ রানে, অন্যদিকে মোহাম্মদ নাভিদ ১৭ বল খেলে করে করেন ২৩ রান।

জিম্বাবুয়ের আগ্রাসী শুরু
২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার বেশ আগ্রাসী ব্যাটিং করেন। সিকান্দার রাজা এবং রেজিস চাকাভা ১৩ ওভারে ৬৪ রান যোগ করে বেশ ভালো শুরু এনে দেন জিম্বাবুয়েকে। কিন্তু ১৩তম ওভারের শেষ বলে সিকান্দার রাজা ৪৬ রান করে মোহাম্মদ তৌকিরের বলে আউট হলে প্রথম উইকেট হারায় এলটন চিগম্বুরার দল।

মাসাকাদজার উইকেট নিলেন আমজাদ জাভেদ
দলীয় ৭২ রানের মাথায় জিম্বাবুয়ের ব্যাটিংয়ের বড় ভরসা হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আমিরাতকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রো এনে দেন আমজাদ জাভেদ।

দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আমিরাত
মাসাকাদজা আউট হওয়ার পর ব্রেন্ডন টেইলর এবং রেজিস চাকাভা ৪০ রানের পার্টনারশিপ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু দলীয় ১১২ রানের মাথায় চাকাভা হিট উইকেট হলে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর টেইলর দলীয় ১৪৪ রানের মাথায় নাসির আজিজের বলে এলবিডব্লিউ হলে চতুর্থ উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। টেইলর ৪৭ রানে করে প্যাভিলয়নে ফিরে যান। এরপর মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান সলোমন মিরে দলীয় ১৬৭ রানে মোহাম্মদ নাভিদের বলে আউট হলে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

উইলিয়ামস এবং আরভিনের ব্যাটে রক্ষা জিম্বাবুয়ের
১৬৭ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে যখন চরম বিপদে জিম্বাবুয়ে। তখনই শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন ৬২ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে সব শঙ্কা কাটিয়ে দেন। ব্যাটিং পাওয়ার প্লেতে এই দুই ব্যাটসম্যান ৪৫ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৩২ বলে ৪২ রান করে দলীয় ২৫০ রানের মাথায় আউট হন ক্রেইগ আরভিন।

জয় নিয়ে মাঠ ছাড়লেন উইলিয়ামস-চিগম্বুরা
ক্রেইগ আরভিন আউট হলেও শন উইলিয়ামস অধিনায়ক এলটন চিগম্বুরাকে নিয়ে সপ্তম উইকেটে ৩৬ রান যোগ করে শেষ পর্যন্ত দলকে স্বস্তির জয় এনে দেন। শন উইলিয়ামস ৭৬ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

** জিম্বাবুয়ের ঘাম ঝরানো জয়
** এবার হাড্ডাহাড্ডি লড়াই
** বিপর্যয় কাটিয়ে উঠেছে জিম্বাবুয়ে
** বিপর্যয়ের মুখে জিম্বাবুয়ে
** জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন
** হিট উইকেট হয়ে ফিরলেন চাকাভা
** পরপর দুই উইকেট হারালো জিম্বাবুয়ে
** ধীর গতিতে ব্যাটিং করছে জিম্বাবুয়ে
** জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে
** জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো আমিরাত
** ভালো সংগ্রহের দিকে আমিরাত
** পঞ্চম উইকেটের পতন হলো আমিরাতের
** সেট দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে আমিরাত
** দলীয় শতরান পার করলো আমিরাত
** আমিরাতের ইনিংসের দ্বিতীয় উইকেটের পতন
** প্রথম উইকেট হারালো আমিরাত
** টসে জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।