ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গতিদানবকে নিয়ে আশাবাদী প্রোটিয়ারা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
গতিদানবকে নিয়ে আশাবাদী প্রোটিয়ারা ডেইল স্টেইন

ঢাকা: রোববার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সে ম্যাচে প্রোটিয়া গতিদানব ডেইল স্টেইনের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

গত রোববার থেকে ইনফ্লুয়েঁঞ্জাতে ভুগছেন স্টেইন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের পর থেকেই স্টেইন গলা ব্যথায় ভুগছেন। সে ম্যাচে স্টেইন ৯ ওভার বোলিং করেন। যদিও ম্যাচের আগেই তার অস্বস্তি লাগছিল। তারপরও খেলা চালিয়ে যান এই পেসার।

সে ম্যাচের পর থেকে অনুশীলন সেশনে অংশ নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অন্যমত এই ফাস্ট বোলার। যদিও ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন স্টেইন।

দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া ম্যানেজার লিরাটো মেলকুট বলেছেন, ‘আগামিকাল স্টেইনের অনুশীলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ’

স্টেইন দক্ষিণ আফ্রিকা দলের একজন বিধ্বংসী পেস বোলার। যিনি ওয়ানডেতে ৯৭ ম্যাচ খেলে ১৫২ উইকেট দখল করেছেন। দুর্দান্ত ফর্মে থাকা ও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকার জন্য স্টেইনের ফিট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।