ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ নিয়ে শঙ্কা, খেলার আকুতি মাশরাফির কন্ঠে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ম্যাচ নিয়ে শঙ্কা, খেলার আকুতি মাশরাফির কন্ঠে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঝড় বৃষ্টি কারণে অনুশীলন করতে না পারায়  হতাশ বাংলাদেশের অধিনায়ক।

তবে শুধুমাত্র এক পয়েন্টের জন্যেও ভাবছেন না বলে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য বাংলাদেশ দল মুখিয়ে আছে বলেই জানিয়েছেন টাইগার দলপতি।
 
বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পণ্ড হলে বাংলাদেশ একটি পয়েন্ট পাবে, সে ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে সুবিধা হবে টাইগারদের এমন প্রশ্নের জবাবে সোজা জানিয়ে দিলেন ‘আমরা ম্যাচটি খেলতে চাই, না খেলে এক পয়েন্ট নিতে চাই না। এটা নেতিবাচক চিন্তা আর পয়েন্টের কথা যেটা বললেন, সে ক্ষেত্রে পুরো খেলা হলে কি হবে কেউ বলতে পারেনা। আমরা চাই ম্যাচটা হোক এ ম্যাচে ভালো খেলতে পারলে পরের ম্যাচগুলোতে সেই আত্মবিশ্বাস কাজে লাগবে। ’
 
তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় কিছুটা আক্ষেপ ঝরে পড়লো মাশরাফির কথায়, ‘আসলে আমরা যদি একদিন আউটডোরে  প্র্যাকটিস করতে পারতাম, বেশ ভালো হতো। তবুও ম্যাচটা হোক এটাই আমরা চাই। ’
 
বৃষ্টির কারণে কার্টেল ওভারের খেলা হোক তাও চাননা বাংলাদেশের আগ্রাসী এ ক্যাপ্টেন। মাশারাফি চান পুরো ম্যাচটাই হোক। এর ব্যাখায় তিনি বলেন, ‘কার্টেল ওভারের খেলা হলে একাদশ নির্বাচনে ঝামেলায় পড়তে হয়। হলে পুরো খেলায় হওয়ায় ভালো। ’
 
ক্রিকেটাররাও মুখিয়ে রয়েছে এ ম্যাচ খেলার জন্যে--জানিয়েছেন মাশরাফি।
 
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।