ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে কারণে ভয়ঙ্কর ‘গ্যাবা’

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
যে কারণে ভয়ঙ্কর ‘গ্যাবা’

ঢাকা: ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড, গ্যাবা নামেই বেশি পরিচিত। এ মাঠেই শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার উইকেট এমনিতেই দ্রুতগতির হয়ে থাকে। অস্ট্রেলিয়ার সব মাঠকে ছাপিয়ে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের উইকেট সবচেয়ে দ্রুতগতির।

এখানকার উইকেটকে গতি ‌আর বাউন্সের ‘অভয়ারণ্য’ বলা হয়ে থাকে। স্পিনাররাও উইকেটে পেয়ে থাকেন একস্ট্রা বাউন্স। ফলে ব্যাটসম্যানদের দিতে হয় কঠিন পরীক্ষা। ‍

এ মাঠে প্রথমবারের মতো খেলতে নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে অভিষিক্ত হচ্ছে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড।

১৯৭৯ সালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় এ গ্রাউন্ডের। ১৯৯২ সালের বিশ্বকাপের তিনটি ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপ ম্যাচসহ ৭২টি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে এই মাঠে।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ দলীয় স্কোর স্বাগতিকদেরই। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৪ রান করে অস্ট্রেলিয়া। এ মাঠের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৭৪ রান। যেটি করেছিল পাকিস্তান।

এ মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নারের (১৬৩)। সেরা বোলিং ‍ফিগার ৬/৪৫। যেটি ইংলিশ পেসার ক্রিস ওয়াকাসের দখলে।

১৮৯৫ সালে স্থাপিত হয় ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড। বিয়াল্লিশ হাজার (৪২,০০০) দর্শক ধারণক্ষমতা রয়েছে এ স্টেডিয়ামের।

ওভার প্রতি ৪.৭৪ গড়ে রান ওঠে এখানে। বিশ্বকাপ আসর উপলক্ষে এ মাঠের কিউরেটর কেভিন মিচেল (জুনিয়র) কি এবার ব্যাটসম্যানদের দিকেও তাকাবেন? অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের মধ্য দিয়ে তা জানা যাবে কালই।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।