ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে অদক্ষতার কারণেই হেরেছে ইংল্যান্ড: মরগান

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ব্যাটিংয়ে অদক্ষতার কারণেই হেরেছে ইংল্যান্ড: মরগান এউইন মরগান

ঢাকা: বিশ্বকাপের ফেভারিট দলগুলো মধ্যে ইংল্যান্ডের নামটিও ছিল। কিন্তু, বাস্তবতা বলছে ভিন্ন কিছু।

প্রথম ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১১ রানের বিশাল পরাজয়। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেল না আরেক স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে।

ওয়েলিংটনে কিউইদের বোলিং তোপে এক কথায় ‍উড়ে গেছে ইংলিশরা। টিম সাউদির বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেন নি বেল-মরগানরা। ইংলিশদের দেয়া ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ ওভার দুই বল শেষে আট উইকেটের বিশাল জয় পায় স্বাগতিকরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগানের কন্ঠে হতাশার কথাই শোনা গেছে । তিনি বলেন, ‘আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক মানিয়ে নিতে পারেনি। ব্যাটিংয়ে অদক্ষতার কারণেই এই দশা হয়েছে। আমরা শেষ সাত উইকেটে মাত্র ১৯ রান তুলতে পেরেছি। এটি পুরো দলের জন্যই হতাশাজনক। ’

মরগান আরও বলেন, ‘ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটি বড় পরাজয়গুলোর একটি । আমরা সবাই লজ্জিত। এর মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। ’

এদিকে ইংলিশদের ইনিংসে একাই সাত উইকেট পাওয়া কিউইদের জয়ের নায়ক সাউদির প্রশংসা করতে ভোলেননি মরগান। তিনি বলেন, ‘আজ তারা দুর্দান্ত খেলেছে। কিন্তু আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। দলের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি রয়েছে। যার দরুণ বড় দলগুলোর বিপক্ষে আমাদের ভরাডুবি হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘন্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।