ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিবিলম্বিত ক্লার্কের ফেরা! না থেকেও আছেন আশরাফুল॥ ব্রিসবেন থেকে অঘোর মন্ডল

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বৃষ্টিবিলম্বিত ক্লার্কের ফেরা! না থেকেও আছেন আশরাফুল॥ ব্রিসবেন থেকে অঘোর মন্ডল মোহাম্মদ আশরাফুল ও মাইকেল ক্লার্ক

তিনি নেই। তবু তিনি থাকছেন! আবার যিনি আছেন, তিনি থাকছেন না! খানিকটা ধাঁধার মতো মনে হতে পারে কথাগুলো।

কিন্তু এই ধাঁধাঁর উত্তর মেলানোর আগে মস্তবড় এক ধাঁধা: অস্ট্রেলিয়া- বাংলাদেশ ম্যাচটা কি হচ্ছে? শেষ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে প্রথম বাক্যগুলোর মাঝেও। যে তিনি নেই তাঁর নাম মোহাম্মদ আশরাফুল। আগের তিনটা বিশ্বকাপে খেললেও এবারের বিশ্বকাপে নেই। তবু তিনি  প্রবলভাবে আছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের আগে। কারণ বছর দশেক আগে তিনি একাই হারিয়ে দিয়েছিলেন  অস্ট্রেলিয়াকে।

কার্ডিফের সেই জয়ের স্মৃতি ঘুরে ফিরে এলো বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনে। যদিও মাশরাফির কথা;‘ সেটা পুরনো স্মৃতি। আমরা তাকিয়ে আছি সামনের ম্যাচটার দিকে। ’ কিন্তু গ্যাব্বার উইকেট যেভাবে কাভার ঢাকা পড়ে আছে তাতে মনে হচ্ছে না এখানে  আগামী ছব্বিশ ঘন্টায়ও সেটা তোলা যাবে। ব্রিসবেনে একশ শতাংশ বৃষ্টির পূর্বাভাস। তাই ম্যাচ হবে তেমন কোন আভাস নেই। আশরাফুলের সেই ম্যাচ জেতানো ইনিংসটাই তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বড় সুখস্মৃতি হিসেবে অটুট থাকার সম্ভাবনাও প্রবল। মোহাম্মদ আশরাফুল তাই না থেকেও আছেন। এবং সম্ভাবত থাকছেন আরো কিছুদিন।

আবার  যিনি আছেন তার নাম- মাইকেল ক্লার্ক। এবং একই সঙ্গে যিনি থাকছেন না তাঁর নামও মাইকেল ক্লার্ক! কারণ, বাংলাদেশের বিপক্ষে সম্ভবত  তার ফেরা হচ্ছে না। ম্যাচ যদি না হয় তিনি ফিরবেন কিভাবে! আর থাকবেনই বা কিভাবে? তবে ম্যাচের আগের দিন প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক  একাদশ নিয়ে মুখ খুললেন না। কারণ; ম্যাচ যদি হয়ও তার দৈর্ঘ্য কি হবে সেটা তার কাছে এবং একইভাবে অস্ট্রেলিয়ান নির্বাচকদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। সে কারণে সব জেনে তারপরই একাদশ ঘোষণার কথা বললেন মাইকেল ক্লার্ক। তবে ম্যাচ যদি হয় তিনি থাকবেন। সেটা জানিয়ে দিলেন ক্লার্ক। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ম্যাচ ফিট তিনি। আর তিনি ফেরা মানে ভারপ্রাপ্ত অধিনায়ক জর্জ বেইলিকে ভারমুক্ত করা। এবং একেবারে মাঠের বাইরে। কারণ, তার জায়গাই ব্যাট করবেন ক্লার্ক। ম্যাচ হলে আরো একটা পূর্বাভাস থাকছে অস্ট্রেলিয়া দল থেকে। গ্যাব্বায় চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা অস্ট্রেলিয়ার।

কিন্তু এসব পরিকল্পনা তো ম্যাচ হলে। গ্যাব্বার কিউরেটর কেভিন মিচেল বলছেন অন্য কথা। ‘ আমি ম্যাচের কোন সম্ভাবনা খুঁজে পাচ্ছি না। ’ পাওয়ার আপাত কোন কারণও নেই। ব্রিসবেনে বৃষ্টি। বৃষ্টি। এবং বৃষ্টি। টানা তিনদিন এই বৃষ্টি থাকার কথা। বৃহষ্পতি এবং শুক্রবার নিরবিচ্ছিন্ন বৃষ্টি । শনিবারও সেটা অব্যাহত থাকবে। তেমন কথাই বলছে এখানকার প্রতিঘন্টার ওয়েদার আপডেটে। বৃষ্টিস্নাত ব্রিসবেন যেন বিষন্নতায় ডুবে আছে। কোথায় থাকার কথা ক্রিকেট উৎসবের আমেজে কিন্তু আছে অন্য মেজাজে! উৎসবের সবকিছু যেন ভেসে গেছে ব্রিসবেন নদী দিয়ে। কুইন্সল্যান্ডের এই শহরটা ঘিরে রেখেছে যে নদী তার নামও ব্রিসবেন। আপাত বোর্ডার-হিলি-হেইডেনদের শহরে শুধু বৃষ্টি। বৃষ্টিস্নাত ব্রিসবেন নির্বাসনে পাঠিয়েছে যেন ক্রিকেটকে!

তারপরও ক্রিকেট আছে! বিশ্বকাপের ম্যাচ আছে। যে ম্যাচের আগে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দুটো দলই একই সমান্তরালে দাাঁড়িয়ে। দুটো দলই প্রথম ম্যাচ জিতে এখানে এসেছে। মনে হচ্ছে ব্রিসবেন ছাড়ার সময়ও দুটো দল একই সমান্তরালে দাঁড়িয়ে থাকবে। ম্যাচটা শুরু না হতে পারলে শেষও হবে না। কিন্তু পাল্টে যাবে দুটো দলের পয়েন্ট সংখ্যা। দুই থেকে বেড়ে সেটা হবে তিন। ফাইভ ক্যাটাগরির সাইক্লোন মার্সিয়ার সৌজন্যে দুটো দলই পেতে যাচ্ছে একটা করে পয়েন্ট।   পয়েন্ট তালিকায় ইংল্যান্ড , শ্রীলংকার উপরে নিজেদের দেখে ম্যাচ খেলতে না পারার আক্ষেপও হয়তো ভুলে যাবে বাংলাদেশ। কারণ, কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে তখন বাংলাদেশও ভালমতো টিকে থাকবে।

** শঙ্কার চোরা স্রোত ব্রিসবেনে॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** বিবর্তের নাকি বিপ্লবের চিন্তা!
** পলিটিক্যাল হাব-এ ডেমোক্রেসি মিউজিয়াম
** ম্যাচের নায়করা ছিলেন বাইশ গজের বাইরে। । অঘোর মন্ডল, ক্যানবেরা থেকে

বাংলাদেশ সময় ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।