ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিশ্বকাপে সবচেয়ে বড় হারের লজ্জা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
প্রোটিয়াদের বিশ্বকাপে সবচেয়ে বড় হারের লজ্জা ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের বিশ্বকাপের ইতিহাসে রোববার (২২ ফেব্রুয়ারি) সবচেয়ে বড় ও বাজে হারের লজ্জা পেলো চোকার দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৩০ রানের বিশাল ব্যবধানের পরাজয়ে এ লজ্জায় পড়তে হলো তাদের।



মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৩০৭ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রান করেন ওপেনার শেখর ধাওয়ান। এছাড়া, আজিঙ্কা রাহানে খেলেন ৭৯ রানের ঝলমলে ইনিংস। দক্ষিণ আফ্রিকানদের পক্ষে ২ উইকেট নেন মরনে মরকেল।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চোকার প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। ডি কক, ডুপ্লেসিস, হাশিম আমলা, এবিডি ভিলিয়ার্স, ডেভিড মিলারের মতো বর্তমান সময়ের সেরা সব ব্যাটসম্যান ব্যর্থতার কালিমা নিয়ে দ্রুত সাজঘরে ফেরার মিছিলে শামিল হলে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় ৪১তম ওভারে মাত্র ১৭৭ রানেই। প্রোটিয়া ব্যাটসম্যানদের নিয়ে অনেকটা ছেলেখেলায় মাতেন মোহাম্মদ শামি (২ উইকেট), মোহিত শর্মা (২ উইকেট) ও রবিচন্দ্রন অশ্বিনরা (৩ উইকেট)।

বিশ্বকাপে আগের তিনবারের দেখায় দক্ষিণ আফ্রিকা শেষ হাসি হাসলেও রোববার ঠিক তার উল্টোটিই ঘটলো। মহেন্দ্র সিং ধোনি বাহিনীর আগে প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপে বড় জয় ছিল অস্ট্রেলিয়ার। রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অসি বাহিনী ২০০৭ বিশ্বকাপে তাদের হারিয়েছিল ৮৩ রানে।

আফ্রিকানদের তৃতীয় বড় হারের স্বাদ দিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেই হাবিবুল বাশারের নেতৃত্বাধীন আশরাফুল-সাকিবদের বাহিনী গ্রায়েম স্মিথ- হার্শেল গিবস- মার্ক বাউচার-শন পোলকদের হারিয়ে দেয় ৬৭ রানের বিশাল ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।