ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিধ্বস্ত করে নয়া ইতিহাস ভারতের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
প্রোটিয়াদের বিধ্বস্ত করে নয়া ইতিহাস ভারতের ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকাকে একেবারে বিধ্বস্ত করেই নতুন ইতিহাস লিখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপে আগের তিনবারের দেখায় প্রোটিয়ারাই শেষ হাসি হাসলেও রোববার (২২ ফেব্রুয়ারি) শেষ হাসিটা আলো ছড়ালো মহেন্দ্র সিং ধোনি বাহিনীর মুখেই।

চতুর্থবারের দেখায় এবারের আসরের হট ফেভারিট প্রোটিয়াদের ১৩০ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ভারত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টসে জিতে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে সাত উইকেটে ৩০৭ রান জমা করে ভারত। ৩০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০.২ ওভারে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

নড়বড়ে শুরু প্রোটিয়াদের
৩০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ১২ রানের মাথায় ওপেনার কুইন্টন ডি ককের উইকেট তুলে নেন মোহাম্মদ শামী। এরপর হাশিম আমলা দলীয় ৪০ রানে মোহিত শর্মার বলে পুল করতে গিয়ে মোহাম্মদ শামীর হাতে ধরা পড়লে প্রোটিয়ারা বড় ধাক্কা খায়।

পরিস্থিতি সামলালেন ডু প্লেসিস- ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স এবং ফাফ ডু প্লেসিস তৃতীয় উইকেট জুটিতে ৬৮ রানের পার্টনারশিপ গড়লে চিন্তায় পড়ে যান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সময় এই দুই ব্যাটসম্যানের পরিকল্পিত ব্যাটিং দেখে মনে হচ্ছিল এবারও বুঝি বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারিয়ে দেবে প্রোটিয়ারা।

ধস নামলো প্রোটিয়া মিডল অর্ডারে
ধোনির ঠাণ্ডা মাথার পরিকল্পনায় ম্যাচে ফিরে আসে ভারত। দক্ষিণ আফ্রিকান মিডল অর্ডারে ধস নামে ডি ভিলিয়ার্সের রান আউটের মধ্য দিয়ে। তখন প্রোটিয়াদের স্কোর ২২ ওভার শেষে  ১০৭ রান। এর আগের ওভারেই অশ্বিনের ওভার থেকে আসে ১০ রান। ২৩তম ওভারে বল করতে আসেন রবিন্দ্র জাদেজা।   জাদেজার পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে মোহিত শর্মার অসাধারণ থ্রোতে প্রোটিয়া অধিনায়ক রান আউট হয়ে গেলে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলীয় ১৩৩ রানের মাথায় মোহিত শর্মা ফাফ ডু প্লেসিসের উইকেট তুলে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। এরপর একে একে জেপি ডুমিনি, ডেভিড মিলার, পারনেল ও ফিল্যান্ডার আউট হয়ে গেলে দক্ষিণ আফ্রিকার বড় পরাজয় নিশ্চিত হয়ে যায়।

ভারতের টপ অর্ডারের অসাধারণ ব্যাটিং
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় নয় রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারালেও সে অভাব বুঝতে দেননি ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা।   দ্বিতীয় উইকেটে শেখর ধাওয়ান এবং বিরাট কোহলি ১২৭ রান যোগ করে ভারতকে বড় স্কোরের ভিত গড়ে দেন। বিরাট কোহলি ৪৬ রান করে আউট হলেও ধাওয়ান এবং রাহানের ১২৫ রানের পার্টানারশিপে ম্যাচের নিয়ন্ত্রণেই থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। রাহানে ৭৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলে দলীয় ২৬৯ রানের মাথায় আউট হন।

ধাওয়ানের সেঞ্চুরি
ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। ১৬ চার আর দুই ছয়ে খেলেন ১৪৬ বলে ১৩৭ রানের অসাধারণ ইনিংস।   মূলত তার ব্যাটিংয়ের কারণেই সুবিধা করতে পারেনি প্রোটিয়াদের দুর্দান্ত বোলিং অ্যাটাক। দলীয় ২৬১ রানের মাথায় তৃতীয় ব্যাটস্যান হিসেবে আউট হন এই ওপেনার।

স্লগ ওভারে ছিল প্রোটিয়া বোলারদের রাজত্ব
তবে ভারতের ব্যাটিং ইনিংসের শেষ নয় ওভার ছিল প্রোটিয়া বোলারদের রাজত্ব।   ভারতের স্কোর ৪১ ওভারে দুই উইকেটে ছিল ২৩৭ রান। কিন্তু শেষ নয় ওভারে ভারত তাদের স্কোর বোর্ডে ৭০ রান জমা করতে সমর্থ, তার জন্যে অবশ্য পাঁচ পাঁচটি উইকেট খোয়ায় ভারত।   ধোনি শেষ দিকে ১১ বলে ১৮ রান করলে ৩০০ পেরোয় ভারতের ইনিংস।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পুল বি’র শীর্ষে অবস্থান ধরে রাখলো ভারত। আর প্রথম ম্যাচ জিতলে এই বিশাল হারে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেলো দক্ষিণ আফ্রিকা। গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আর একেবারে তলানিতে আছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** সব পরিসংখ্যান উল্টে জয় পেল ভারত
** জয়ের খুব কাছে ধোনিবাহিনী
** ম্যাচের নিয়ন্ত্রণে টিম ইন্ডিয়া
** টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে
** প্রোটিয়াদের চতুর্থ উইকেটের পতন
** রান আউট হয়ে ফিরলেন ডি ভিলিয়ার্স
** উইকেটের অপেক্ষায় ভারত, সতর্ক প্রোটিয়ারা
** মোহিত ফেরালেন আমলাকে
** পাওয়ার প্লে’তে প্রোটিয়ারা ৩৮/১
** সাজঘরে ডি কক
** ব্যাটিংয়ে নেমেছে প্রোটিয়ারা
** ধাওয়ানের সেঞ্চুরিতে ৩০৭ রানের পুঁজি ভারতের
** রাহানেকে ফেরালেন স্টেইন
** দলকে শক্ত অবস্থানে রেখে সাজঘরে ধাওয়ান
** ধাওয়ান-রাহানের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত
** সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পথ দেখাচ্ছেন ধাওয়ান
** সাজঘরে কোহলি
** কোহলি-ধাওয়ানের ব্যাটে শতক পেরোলো ভারত
** ধাওয়ানের অর্ধশতক, এগোচ্ছে রানের চাকা
** কোহলি-শিখর জুটিতে লড়ছে ভারত
** রানআউট হয়ে সাজঘরে রোহিত শর্মা
** ব্যাট করতে নেমেছেন রোহিত-ধাওয়ান
** টসে জিতে ব্যাটিংয়ে ভারত
** বিশ্বকাপে প্রোটিয়া-দুঃখ ঘোচাতে নামছে ভারত
** এবার প্রোটিয়াদের হারাতে চায় ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।