ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে ২৭ বছর পর ইংলিশ ব্যাটসম্যানের শতক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
নিউজিল্যান্ডে ২৭ বছর পর ইংলিশ ব্যাটসম্যানের শতক মঈন ‍আলী / ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘ ২৭ বছর পর কোন ইংলিশ ব্যাটসম্যান হিসেবে শতক করলেন মঈন ‍আলী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাকান তিনি।


 
২৭ বছর আগে নেপিয়ারে এই কৃতিত্ব দেখিয়েছিলেন সে সময়ের ওপেনার ক্রিস ব্রড। তিনি এবারের বিশ্বকাপ দলের সদস্য ও তারকা বোলার স্টুয়ার্ট ব্রোডের বাবা।

বিশ্বকাপ ক্রিকেটের ১১তম এ আসরে ইংলিশ ওপেনার মঈন আলী বিশ্বকাপ ক্যারিয়ারে তার প্রথম শতক করেন। এছাড়া ওয়ানডেতে সবমিলে দ্বিতীয় শতক তার।

আসরের ১৪তম এ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মারমুখি ভঙ্গিতে ব্যাট চালান মঈন আলী। ৯ চার ও চার ওভার বাউন্ডারির মাধ্যমে ৯১ বলে দুর্দান্ত এ সেঞ্চুরি করেন তিনি।

এ নিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২টি শতকের মালিক হলেন মঈন আলী। এছাড়া তার ঝুলিতে অর্ধশতক রয়েছে ৩টি।

এর আগে ১৯ ম্যাচ খেলে ৩০ গড় নিয়ে মোট রান করেছেন ৫৭০।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ার ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।