ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মবিশ্বাস ফিরছে ইংল্যান্ড শিবিরে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
আত্মবিশ্বাস ফিরছে ইংল্যান্ড শিবিরে ছবি : সংগৃহীত

ঢাকা: টানা দুই ম্যাচে হারের পর বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। সোমবার ক্রাইস্টচার্চে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইয়ন মরগানের দল।



এ জয়ের ফলে হারানো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ইংলিশরা। আইসিসির সহযোগি দেশ স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়কে মোটেও ছোট করে দেখছেন না ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

ম্যাচ শেষে ইংলিশ দলপতি বলেন, ‘এ জয় আমাদের খেলোয়াড়দের চাপমুক্ত করেছে। স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে পাওয়া জয় আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবে। তবে, আমাদের ধারবাহিকভাবে ভালো খেলে যেতে হবে। ’

দলের খেলোয়াড়দের প্রশংসা করে মরগান বলেন, ‘আজকের ম্যাচে ইতিবাচক অনেক কিছুই ছিল-ইয়ান বেলের ইনিংসটি যার মধ্যে একটি। মঈন আলীর ইনিংসটিও ছিল অসাধারণ।

আগে ব্যাটিংয়ে নেমে মঈন আলীর সেঞ্চুরি (১২৮) ও ইয়ান বেলের অর্ধশতকে (৫৪) ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩০৩ রান করে ইংল্যান্ড। জবাবে ৪২.২ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।

উল্লেখ্য, বিশ্বকাপের স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিল ইংলিশরা। সমালোচকদের কড়া কথা শুনতে হয়েছে ইংল্যান্ড দলপতি ইয়ান মরগানকে।

এবার জয় পেয়ে দুই পয়েন্ট তুলে নিয়ে কিছুটা হলেও চাপমুক্ত ইংলিশ শিবির। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নও টিকে থাকলো দলটির।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।