ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অর্ধশতকে ফর্মে ফেরার ইঙ্গিত গেইলের

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
অর্ধশতকে ফর্মে ফেরার ইঙ্গিত গেইলের

অনেকদিন ধরেই ফর্মে নেই গেইল। শেষ ৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুটিতে দুই অঙ্কের কোটা পার হয়েছিলেন।

তাইতো ফর্মে ফেরাটা তার জন্য জরুরি হয়ে পড়েছে। সেটা তিনি নিজেও অনুভব করছিলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ঠান্ডা মাথায় ব্যাট চালিয়ে অর্ধশতক করে ফর্মে ফেরারই ইঙ্গিত দিলেন গেইল। তার অর্ধশতকে জিম্বাবুয়ে শিবিরের বোলারদের কপালে ভাজ পড়তেই পারে। কারণ গেইল টর্নেডো শুরু হলে তা আর থামাতে কষ্টই হবে তাদের। দিনটিকে নিজের করে নিতে খুব বেশি সময় নিবেনা এ ব্যাটিং জিনিয়াস।

ব্যক্তিগত ৪৭তম হাফ সেঞ্চুরি করেতে চারটি ৪ এবং ২টি ছয়ের মাধ্যমে ৫১বল খেলতে হয়েছে গেইলকে। জিম্বাবুয়ের বিপক্ষে এটা তার ১২তম সেঞ্চুরি। ২০১৪ সালের আগস্টের পর এটা তার প্রথম অর্ধশতক। আর শেষ ২০টি ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় অর্ধশতক এটি।

এ ম্যাচে মোট ৭৯ রান করতে পারলে ৯০০ রানের ক্লাবে প্রবেশ করবে গেইল।  

মারকুটে গেইলকে এমন সাবধানী খেলা দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে- এটা গেইলের ফর্মে ফেরার ম্যাচ!

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।