ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক ১৪৮, সাকিব ১৪৯, মর্ত‍ুজা ১৫০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
মুশফিক ১৪৮, সাকিব ১৪৯, মর্ত‍ুজা ১৫০ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। এ ম্যাচে দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা।

সিরজি জয়ের লক্ষ্যে নামা দ্বিতীয় ম্যাচের মাধ্যমে ১৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক। অন্যদিকে একই মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক এবং সাকিবও।

দলের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছেন ক্যারিয়ারের ১৪৮তম ম্যাচ। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লাল-সবুজের হয়ে ক্যারিয়ারের ১৪৯তম ম্যাচে মাঠে নেমেছেন।

বাংলাদেশ দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মাশরাফি বিন মর্ত‍ুজা এ ম্যাচের আগে তুলে নিয়েছেন ১৯০টি উইকেট, আর ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১৩৭৪ রান।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এ ম্যাচের আগে ৩০.৬৬ ব্যাটিং গড়ে ৩৫৫৭ রান সংগ্রহ করেছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে ১১২টি ক্যাচ গ্লাভসবন্দি করার পাশাপাশি ৩৭ স্ট্যাম্পিং করেছেন এই উইকেট রক্ষক।

১৪৯তম ম্যাচে মাঠে নামার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন ১৯১ উইকেট। অন্যদিকে ৩৪.৭৪ ব্যাটিং গড়ে ৪২০৪ রান সংগ্রহ করেছেন তিনি। সাকিবের ব্যাট থেকে এসেছে ৬টি শতক ও ২৮টি অর্ধশতক।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব আল হাসান ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট।

‍বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।