ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ এ ১৮ বাংলাদেশ, ৫০ এ ১৯ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
১০ এ ১৮ বাংলাদেশ, ৫০ এ ১৯ পাকিস্তান ছবি : সংগৃহীত

ঢাকা: প্রতিবেদনের শিরোনাম দেখে ভ্রু কুঁচকাচ্ছেন? তবে জেনে নিন, এটা হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডে ম্যাচের চার হাঁকানোর পরিসংখ্যান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান পুরো ৫০ ওভার খেলে চার হাঁকিয়েছে ১৯টি।

আর ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারেই ১৮ চার হাঁকিয়ে ফেলেছেন টাইগার ব্যাটসম্যানরা।

পরে অবশ্য, ১৯তম চারটি টাইগার ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন ১৪তম ওভারে গিয়ে।

ম্যাচে চার হাঁকানোর এই অনন্য নজিরে অবশ্য সামনে রয়েছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি ১১টি দৃষ্টিনন্দন চারের মারে অর্ধশতক পূরণের পর এখন পর্যন্ত ১৩ চারের মারে ক্রিজে আছেন ৬০ রান নিয়ে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।