ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বদলে গেছেন তামিম!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
বদলে গেছেন তামিম! ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: সত্যিই, তামিম ইকবাল বদলে গেছেন। এ বদল শুধু রানে ফেরার বদল নয়।

বল সিলেকশন, রানিং বিটুইন দ্য উইকেট, ক্রিকেটীয় ঢং-সবকিছুতেই তামিমের মাঝে বদলের ছাপ স্পষ্ট। কব্জির জোরটা যেন বেড়েছে দিগুন!

বলের ওপর ব্যাটের চাপ বাড়াতে তামিমের উইকেট ছেড়ে আর বেরিয়ে আসতে হয় না। কোমরের জোর ব্যবহার না করেই মারতে পারেন মাঠের চারদিকে। পপিং ক্রিজের ভেতরে থেকেই নানন্দিক ব্যাটিং করতে পারেন। ব্যাকফুটে খেলা যার জন্য ছিল সবচেয়ে কঠিন কাজ, সেটিতেই এখন সাবলীল এই বাঁহাতি ব্যাটসম্যান!
 
প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর আজ (রোববার) দ্বিতীয় ওয়ানডেতেও করেছেন সেঞ্চুরি। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির মাহাত্ন্যর পাশাপাশি তার ক্রিকেটীয় শটের মাহাত্ন্য কম নয়। বোলারদের শাসন করে মাঠের চারপাশে ছড়ি ঘুঁরিয়েছেন।

কাট-পুল-স্ট্রেইট ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা ফ্লিক সব জায়গায়-ই তামিমের দেখা মিলল অন্যরুপে। নিজের ফিফটির আগে একবার এসেছিলেন ডাউন দ্য উইকেটে। ওয়াহাব রিয়াজের করা বলটি কাভারের উপর দিয়ে এক ড্রপে সীমানাছাড়া করেছেন। পুরো ইনিংসে ওই একবারই ক্রিজ ছেড়ে বেরিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।