ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবাই খুব কনফিডেন্ট ছিল: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
সবাই খুব কনফিডেন্ট ছিল: মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২৩৯ রানে বেঁধে ফেলে বাংলাদেশ দল। জয়ের ব্যাপারে তখনই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল টাইগাররা।

শেষ অবধি ৭১ বল আর সাত উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় মাশরাফি বাহিনী।

মাশরাফি মনে করেন, এমন জয়ের পেছনে আত্নবিশ্বাসটা খুব কাজ করেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যখন ড্রেসিংরুমে ঢুকেছি প্রত্যেকটা খেলোয়াড়কে কনফিডেন্ট থাকতে দেখেছি। সবার-ই তখন মনে হচ্ছিল-যদি  উইকেট না হারাই এটা (২৪০ রান) আমরা সহজেই অতিক্রম করতে পারবো। ’

সতীর্থদের ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, থ্যাঙ্কসফুল টু বয়েজ।   ওদের (খেলোয়াড়দের) অ্যাটিচুডে পরিবর্তন এসেছে। যেভাবে ওরা মাঠে খেলেছে এটা যদি ধরে রাখে সামনে আরো ভালো কিছু হতে পারে। ’

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।