ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেপির বিরোধিতায় ওয়াহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
কেপির বিরোধিতায় ওয়াহ স্টিভ ওয়াহ ও কেভিন পিটারসেন

ঢাকা: ইংল্যান্ড দলে ফেরার জন্য মুখিয়ে আছেন কেভিন পিটারসেন। খেলছেন কাউন্টি ক্রিকেটে সারের হয়ে।

তবে, কেপির কোনো সুযোগই দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তার মতে, ইংলিশদের পিটারসেন অধ্যায় ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখা উচিৎ।

এক সাক্ষাৎকারে ওয়াহ বলেন, ‘পিটারসেন এখন আর সেরা ফর্মে নেই। জাতীয় দলে আর সুযোগ পাবে বলে মনে হয় না। বর্তমানে ইংল্যান্ড টিমের যে কম্বিনেশন তাতে করে কেপির ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কাউন্টি ক্রিকেটে ভালো খেললেও জাতীয় দলের অধিনায়ক ও সতীর্থদের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে না। এ ইস্যুতে সে এর আগেও বিতর্কের জন্ম দিয়েছে। ’

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া উচিৎ। মাঝে মধ্যে খানিকটা ব্যাথা অনেক পূর্ণতা পায়। তাই ইংলিশদের পিটারসেন ইস্যু বাদ গিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। ’

উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ১০৪টি ওয়ানডে, ১৩৬টি টেস্ট ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী পিটারসেন। দলে আবারও সুযোগ পেলে এই সংখ্যাটা আরো বাড়বে। তবে, এটি হবে কিনা তা সময়েই বলে দিবে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘন্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।