ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এত সহজে হারাবো ভাবিনি: সানি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এত সহজে হারাবো ভাবিনি: সানি ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ বোলিং করে জাতীয় দলে নিজের ভিত্তি মজবুত করেছেন আরাফাত সানি। সেই পারফরম্যান্স বিবেচনাতেই ঠাঁই পেয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডে।

খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। সেই আরাফাত সানি-ই এখন জাতীয় দলের একাদশের অবিচ্ছেদ্য অংশ।

পাকিস্তান সিরিজের দুটি ম্যাচে-ই নিজেকে প্রমান করেছেন এই বাঁহাতি স্পিনার। দুই ম্যাচে নিয়েছেন ৪  উইকেট। সিরিজ জয় নিয়ে সোমবার বাংলাদেশ দলের টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আরাফাত সানি।

পাকিস্তানকে এত সহজে হারিয়ে দেবেন এটা কল্পনায় ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে সানি বলেন, ‘এত সহজে ওদেরকে (পাকিস্তান)  হারাবো ভাবিনি। তবে পরিকল্পনা ছিল দলবদ্ধ হয়ে ভালো ক্রিকেট খেলার। আমরা জানতাম যে, ভাল ক্রিকেট খেললে ওদের হারাতে পারবো। ভাল ক্রিকেট খেললে যে কোনো দলের বিপক্ষেই এমন ফল সম্ভব। তাই পাকিস্তানকে হারাতে পারায় আমরা বিস্মিত হইনি। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকে/এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।