ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজমলে আস্থা রাখছে পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আজমলে আস্থা রাখছে পাকিস্তান সাঈদ আজমল

ঢাকা: বিতর্কিত বোলিং-অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমল। বিশ্বের অন্যতম সেরা স্পিনারের প্রত্যাবর্তন কেমন হয় তা দেখার জন্য মুখিয়ে ছিলেন আজমল-ভক্তরা।


 
বলা চলে, হতাশ-ই হয়েছেন তারা। প্রথম  ওয়ানডেতে ১০ ওভারে ৭৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন আজমল। দ্বিতীয় ম্যাচে ৯.১ ওভার বল করে ৪৯ রানে নিয়েছেন এক উইকেট। যে বোলার একাই গুড়িয়ে দিতে পারতেন প্রতিপক্ষের ব্যাটিং-স্তম্ভ সেই আজমল যেন নির্বিকার!
 
প্রথম দুটি ম্যাচে বোলিং পর্যবেক্ষনের পর পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আজমলকে নিয়ে হতাশ নয়। বরং আজমলেই আস্থা রাখছে তারা।
 
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পাকিস্তানের স্পিন কোচ মুস্তাক আহমেদ। এ সময় তিনি আজমলের  বোলিংয়ের ব্যাখা দেন। ‘আজমল ২০ বছর ধরে যে অ্যাকশনে বোলিং করে এসেছে-সেটা শুধরাতে হয়েছে। এটা মোটেও সহজ ব্যাপার নয়। পাকিস্তান ক্রিকেট একাডেমিতে সাকলাইন মুস্তাকের সঙ্গে যারা আজমলকে ফেরাতে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ দিতে চাই। ’  
 
মুস্তাক আহমেদ আরও বলেন, ‘সে ফিরেই হয়তো সফল হতে পারেনি, তবে আজমল নিজের বোলিং নিয়ে খুব আত্নবিশ্বাসী। আমি নিশ্চিত, সামনের ম্যাচগুলোতে সে ভালো করবে। আজমলের বোলিং-বৈচিত্র্য হয়তো তেমন কার্যকর হচ্ছে না। তবে ধীরে ধীরে আগের জায়গায় ফিরতে পারবে। ’
 
উল্ল্যেখ্য, বিশ্বকাপ শুরুর আগে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও বিশ্ব আসর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন আজমল। পাকিস্তানের সাবেক স্পিন কোচ সাকলাইন মুস্তাকের অধীনে থেকে বোলিং অ্যাকশন শুধরে নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি বোলার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।