ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাওয়াশই টাইগারদের লক্ষ্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বাংলাওয়াশই টাইগারদের লক্ষ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শেষ ওয়ানডে বুধবার। এরই মধ্যে ২-০’তে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

১৬ বছরের হারের বৃত্ত ভেঙে সিরিজ জয়ের মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা করেছে বাংলাদেশ দল।

জয়ের ধারাবাহিকতা বজায় রেখে টাইগার স্টাইলে পাকিস্তানকে বাংলাওয়াশ করবে মাশরাফি বাহিনী এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট ভক্তরা।

অন্যদিকে পাকিস্তান চাইছে অন্তত সিরিজের শেষ ম্যাচটা জিতে কিছুটা হলেও  হারের লজ্জা থেকে বাঁচতে।
 
এমন আশাতেই বুক বেঁধে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বুধবার (২১ এপ্রিল) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দু’দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

তৃতীয় ওয়ানডেতে জয় পেলে ঘরের মাঠে নিউজিল্যান্ড (২ বার) ও জিম্বাবুয়ের পর তৃতীয় কোনো দলকে হোয়াইটওয়াশ করবে টাইগার বাহিনী। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ পাবে শতভাগ সাফল্য।
 
সিরিজের শুরুতেই সাকিব-রিয়াদরা বলেছিলেন, ‘ফেভারিট বাংলাদেশ’। অনেকেই তাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। ব্যাটে-বলে দুর্দান্ত দাপট দেখিয়ে সেই কথা সত্য প্রমাণ করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
 
বিশ্বকাপ-সাফল্যের পর থেকেই বদলে গেছে গোটা দলের শারীরিক ভাষা। দ্বিতীয় ম্যাচের আগে টিম হোটেলে বাংলাদেশ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘সিরিজ জিতলে শেষ ম্যাচটায় তো হারের জন্য নামবো না। হ্যাঁ, তাই কালকের ম্যাচেও জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। সিরিজকে ৩-০ বানিয়ে দলকে আরো উঁচুতে  নিতে চায় বাংলাদেশ দল।

মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদ-মাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের বোলিং কোচ রুয়ান কালপাগে। তিনি বলেন, ‘আমাদেরকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে হবে। আমি মনে করি, বাংলাদেশের জন্যে আগামীকালকের (বুধবার) ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এভাবে ম্যাচ জিততে পারলেই আমরা র‌্যাঙ্কিংয়ে উন্নতি করবো। ’

চলতি সিরিজে হারের কাছাকাছি অবস্থায়ও যেতে হয়নি বাংলাদেশ দলকে। প্রথম ম্যাচে ৭৯ রানের জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দেয় মাশরাফি বাহিনী, তাও ৭১ বল হাতে রেখে। নিরুত্তাপই ছিল প্রথম দুটি ওয়ানডে। তবে তৃতীয় ম্যাচে জয় যে বাংলাদেশের জন্য সহজ হবে না তার ইঙ্গিত দিলেন পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ।

মঙ্গলবার প্রাক-ম্যাচ সম্মেলনে মুস্তাক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবকিছু বদলে যাবে। পাকিস্তান দল ঘুরে দাঁড়াবে। এটা নতুন একটা দল। তাছাড়া দলটা ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে। একটি ভালো ইনিংস, খুব ভালো একটি স্পেল-ই সব বদলে দিতে পারে। আমরা খুবই ইতিবাচক। কালকের ম্যাচে আমরা সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। ’

ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খানের সঙ্গে পাকিস্তান দলের পেস-শক্তিতে যোগ হয়েছে উমর গুল। রাহাত আলীর জায়গায় কালকের ম্যাচে খেলানো হতে পারে উমর গুলকে। এহসান আদিলের ইনজুরিতে শেষ ওয়ানডে ম্যাচের স্কোয়াডে ডাক পান গুল। বর্তমান দলের পেসারদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই ডানহাতি বোলার।

অন্যদিকে বাংলাদেশ দল চায় শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করতে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ দল অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

দুই দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টই বেশ সিরিয়াস কালকের ম্যাচকে ঘিরে। সিরিজের নিষ্পত্তি হয়ে গেলেও এটি যেন ‘ফাইনাল’ ম্যাচ।

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পাকিস্তানের জন্য এটি তো ‘ফাইনাল’ ম্যাচই! 
 
এদিকে মঙ্গলবার মিরপুরে অনুশীলন করেছে দুই দল। সকালে পাকিস্তান দল অনুশীলনে অংশ নেয়। ইনডোরে কঠোর অনুশীলন করে তারা। অনুশীলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররাও। শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, সোহলে তানভিররা পাকিস্তান দলের অনুশীলনে ছিলেন।

বিকেলে বাংলাদেশ দল অনুশীলনে অংশ নেয়। তামিম, সাকিব, সৌম্য, সাব্বিরসহ পুরো বাংলাদেশ দল  ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করেছে।
 
তৃতীয় ওয়ানডের জন্য সম্ভাব্য বাংলাদেশ দল:  মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।

সম্ভাব্য  পাকিস্তান দল: আজহার আলি (অধিনায়ক), ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, উমর গুল, সাঈদ আজমল, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও সাদ নাসিম।

বাংলাদেশ কী পাবে পাকিস্তানকে বাংলাওয়াশ করতে কিংবা ৯২ বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের শেষ সম্মানটুকু রক্ষা করেত পারবে তো।

এমন আশা-নিরাশার নাটকের শেষ দৃশ্য দেখার জন্য বুধবারের ম্যাচের ফলাফল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কোটি ক্রিকেট ভক্তকে।
  
বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসকে/আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।