ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার সানি ফেরালেন হাফিজকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এবার সানি ফেরালেন হাফিজকে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে ব্যাটিংয়ে নেমেছিলেন হাফিজ। কিন্তু সেই ফুরফুরে ভাব বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না আরাফাত সানি।

ইনিংসের ২২তম ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড আউট কের সাজঘরে ফেরত পাঠান হাফিজকে (০৪)।

এর আগে ১৮তম ওভারের শেষ বলে নাসিরের ঘূর্ণিতে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন অভিষিক্ত সামি আসলাম।

সাজঘরে ফেরার আগে সাতটি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৪৫ রান করেন তিনি।

২২ ওভার শেষে দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১০৯ রান।

এর আগে দুপুরে টস জিতে পাকিস্তান অধিনায়ক আজহার আলি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

সফরকারী পাকিস্তানকে ৩-০ তে হারাতে মাঠে নামে স্বাগতিক হিসেবে খেলতে নামা দুরন্ত বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে পাকিস্তান অধিনায়ক আজহার আলি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

লাল-সবুজের জার্সিধারী টাইগারদের হয়ে বোলিং সূচনা করতে আসেন দলপতি মাশরাফি বিন মর্তুজা। আর পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন দলপতি আজহার আলি এবং সামি আসলাম। প্রথম ওভার থেকে পাক ওপেনাররা তোলেন মাত্র তিন রান।

পাওয়ার প্লে’র ১০ ওভার থেকে পাকিস্তানের দুই ওপেনার তুলে নেন ৫৮ রান।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি জিতলেই হোয়াইটওয়াশ করা যাবে পাকিস্তানকে। ইতোমধ্যে ২-০’তে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। ১৬ বছরের হারের বৃত্ত ভেঙে সিরিজ জয়ের মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা করে বাংলাদেশ দল।

জয়ের ধারাবাহিকতা বজায় রেখে টাইগার স্টাইলে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাবে মাশরাফি বাহিনী এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট ভক্তরা। অন্যদিকে পাকিস্তান চাইছে অন্তত সিরিজের শেষ ম্যাচটা জিতে কিছুটা হলেও হারের লজ্জা থেকে বাঁচতে।

প্রথম ম্যাচে ৭৯ রানের জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দেয় মাশরাফি বাহিনী, সেটিও আবার ৭১ বল হাতে রেখে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অপরির্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ দল। ফলে ওয়ানডে স্কোয়াডে থাকা রনি তালুকদারের অভিষেক হলো না চলতি ওয়ানডে সিরিজে। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে দেড়শ’ ওয়ানডে খেলতে নেমেছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে এ কীর্তি গড়েছেন মাশরাফি।

অন্য দিকে, পাকিস্তান দলে এসেছে তিনটি পরিবর্তন। ইনজুরি আক্রান্ত রাহাত আলির জায়গায় দলে ঢুকেছেন পেসার উমর গুল। দলে জায়গা পাননি অফস্পিনার সাইদ আজমল ও টপঅর্ডার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এই দুই জনের বদলি হিসেবে একাদশে ঢুকেছেন সামি আসলাম ও জুলফিকার বাবর।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।