ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাওয়াশ’ উদযাপনের অপেক্ষায় মিরপুরের দর্শকরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
‘বাংলাওয়াশ’ উদযাপনের অপেক্ষায় মিরপুরের দর্শকরা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক ম্যাচ হাতে রেখে প্রথমে সিরিজ (২-০) নিশ্চিত করে বাংলাদেশ দল। অথচ ক্রিকেটারদের মাঠে ছিল না কোনো উদযাপন! ভালো খেললে জয় আসবে-জয় পাওয়াটা বাংলাদেশের কাছে এখন সাদামাটা ব্যাপার।

সিরিজ জেতার পর সংবাদ সম্মেলনে মাশরাফি যেমন বলছিলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলও জিতলে উদযাপন করে। আমাদের খেলোযাড়দেরও উদযাপন করা উচিত। ’
 
এবার কি তাহলে উদযাপন হবে? নাকি পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করার পর প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়বেন ক্রিকেটাররা।
হোয়াইটওয়াশের উপলক্ষ যতই কাছে আসছে-ভক্তমনে ততই এমন প্রশ্নগুলো জাগছে। সবার মনে এক  প্রশ্ন- হবে তো ‘বাংলাওয়াশ’। প্রতিবেদকদের কাছে টাইগার-ভক্তের এমন প্রশ্নটি ছিল বাংলাদেশের ইনিংসের সূচণা লগ্নে। প্রিয় দলের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে হয়তো তার প্রশ্নের উত্তরটা এতক্ষণে মিলেছে।    
 
ওই টাইগারভক্তের মতো, মাঠের হাজারো দর্শকের চোখ এখন হোয়াইটওয়াশের উদযাপনে। ক্রিকেটাররা করুক আর নাই-বা করুক। দর্শকদের আনন্দ উদযাপন তো প্রতিটি বলেই! সৌম্য কিংবা তামিম যখনই উমর গুল ,ওয়াহাব রিয়াজদের গতিময় বলকে সীমানছাড়া করেছেন তখনই দর্শকরা বিজয়-ধ্বনি তুলছেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শুধু বাউন্ডারিতেই নয়; একেকটি সিঞ্চেলসেও ভক্তদের গর্জন একই ধ্বনিতে। ‘বাংলাদেশ-বাংলাদেশ’ গর্জনে ব্যাটসম্যানদের চাঙ্গা রাখছেন মিরপুরের দর্শকরা। হোয়াইটওয়াশের পর কী মিরপুরের দর্শকরা ক্রিকেটারদের কাছ থেকে পাবে কোনো ‘ল্যাপ অব অনার’। বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় যেমন পেয়েছিল টাইগার-ভক্তরা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।