ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি দলে নতুন মুখ লিটন ও মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
টি-টোয়েন্টি দলে নতুন মুখ লিটন ও মোস্তাফিজ

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে ঢুকেছেন ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টি দলে রাখা হয়নি  রুবেল হোসেন ও মুমিনুল হককে।

রুবেল হোসেনকে দলে না রাখার কারণ ব্যাখ্যা দিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘টেস্টে রুবেল আমাদের প্রধান স্ট্রাইক বোলার। টেস্ট সিরিজে তাকে আমরা ফ্রেশ পেতে চাই। ’

দলের নতুন দুই মুখ লিটন দাশ ও মোস্তাফিজুর রহমান সম্পর্কে প্রধান নির্বাচক জানান, ‘মোস্তাফিজুরকে দলে নেয়া অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। অনূর্দ্ধ-১৯ দল ও ‘এ’ দলের হয়ে সে (মোস্তাফিজ) দারুণ বোলিং করে আমাদের নজড় কেড়েছে। মোস্তাফিজ একজন মেধাবী বোলার ও তার ডেলিভারীতে যথেষ্ট বৈচিত্র্য আছে, যা শর্ট ভার্সনে কার্যকরী হতে পারে। ’

আরেক তরুণ ক্রিকেটার লিটন দাশকে টি-টোয়েন্টি দলে নেয়া প্রসঙ্গে ফারুক জানান, ‘লিটন আমাদের ভবিষ্যতের ক্রিকেটার। প্রথম শ্রেনীর ক্রিকেটে সে খুব ভালো করছে। ’

আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচটি।

টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দল:
তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।