ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুবিধাজনক অবস্থানে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
সুবিধাজনক অবস্থানে ইংলিশরা সংগৃহীত

ঢাকা: গ্রানাডায় সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৭৪ রান করেছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে মারলন স্যামুয়েলসের সেঞ্চুরি সত্ত্বেও ২৯৯ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি ড্র হয়।

আগের দিনের করা পাঁচ উইকেটে ১৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। ১১১ রান যোগ করার পর বাকি পাঁচ উইকেটের পতন ঘটে। ২২৬ বল মোকবেলায় ১৪টি চারের সাহায্যে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেন স্যামুয়েলস। পরে আর তিন রান যোগ করতেই অ্যান্ডারসনের বলে বেলের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড চারটি উইকেট দখল করেন। এছাড়াও জেমস অ্যান্ডারসন ও ক্রিস জর্ডান দু’টি করে উইকেট লাভ করেন।

পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার অ্যালিস্টার কুক (৩৭) ও জোনাথন ট্রট (৩২) অবিচ্ছিন্ন ৭৪ রানের পার্টনারশিপ গড়ে দিন শেষ করেন। এতে করে বড় সংগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে ইংলিশরা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।