ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এটা সেই বাংলাদেশ, যারা আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এটা সেই বাংলাদেশ, যারা আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে আগেই সিরিজ হারা সফরকারী পাকিস্তান চেয়েছিল যে করেই হোক তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিয়ে সমর্থকদের কিছুটা শান্ত করতে। কিন্তু বিধি-বাম।

শেষ ওয়ানডে ম্যাচেও বড় ব্যবধানের হার মানতে হয় টাইগারদের বিপক্ষে।

আর এ হারের পর পুরো পাকিস্তান জুড়ে চলছে আজহার আলির নেতৃত্বাধীন পাকিস্তান ওয়ানডে দলের মুণ্ডুপাত। তবে, দলটির ওয়ানডের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক দলের ক্রিকেটারদের পাশেই দাঁড়ালেন।

মিসবাহ পাক ক্রিকেটারদের আগলে রেখে বলেন, এ দলটি একেবারেই নতুন একটি দল। তাই দলটিকে আরও কিছুদিন সময় দিতে হবে। তরুণ এ দলের বেশ কিছু ক্রিকেটারকে মানিয়ে নিতে সময় দিতে হবে। একদিনেই তারা সাফল্যের কাছে যেতে পারবে না।

মিসবাহ ছাড়াও পাকিস্তানের ওয়ানডে দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার শহীদ আফ্রিদী, ইউনুস খান। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েন ওপেনার আহমেদ শেহজাদ আর উমর আকমলের মতো তারকা ক্রিকেটাররা।

পাকিস্তানের বর্তমান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ দলের সমর্থকদের পাশে থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, আমরা যদি ভবিষ্যতে ভালো একটি ওয়ানডে দল চাই, তবে বর্তমান দলের তরুণদের আরও সুযোগ দিতে হবে। তাদের পাশে থেকে সমর্থন দিতে হবে। এতে নতুনরা আরও আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা যদি তাদের সমর্থন করি আর পাশে থাকি তবে, আগামী দুই বছরের মধ্যে তারা ভালো একটি দলে পরিণত হবে বলে বিশ্বাস করি। তাই এ সিরিজটির বাজে ফলকে আমাদের বড় করে দেখার কিছু নেই।

টাইগারদের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দিতে ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছেন মিসবাহ। ‘বাংলাওয়াশ’র পর মিসবাহর মন্তব্য, ‘এটা সেই বাংলাদেশ, যারা গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে হেরেছে। সেটিও আবার নিজেদের ঘরের মাঠে। কিন্তু বোর্ড কিংবা দলের সমর্থকরা তাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেনি। আর সে কারণেই বাংলাদেশ আজ এ উচ্চতায় উঠেছে, পরিণত ক্রিকেটারদের পেয়েছে। ’

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৯ রানে হারায় বাংলাদেশের টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৭১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা। আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয় পায় টাইগার বাহিনী। অনেকটা বলে-কয়ে তিনটি ম্যাচেই পাকিস্তানকে হারায় সাকিব-মাশরাফি-তামিম-মুশফিক-সৌম্যরা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।