ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

না ফেরার দেশে আঙ্কিত, সুস্থ হচ্ছেন রাহুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
না ফেরার দেশে আঙ্কিত, সুস্থ হচ্ছেন রাহুল রাহুল ঘোষ

ঢাকা: ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) লিগের ম্যাচে মাথায় বলের আঘাত পেয়ে কলকাতার নাইটিঙ্গেল হাসপাতালে ভর্তি হন ২০ বছর বয়সী রাহুল ঘোষ। তবে, এখন তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন রাহুলের চিকিৎসক বুদ্ধদেব সাহা।



গত মঙ্গলবার ম্যাচ চলাকালীন সময়ে প্রতিপক্ষের এক ব্যাটসম্যানের মারা বলে ফিল্ডিং করার সময় মাথার বামপাশে বলের আঘাত পান। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যার মধ্যে থেকে রাহুলের মাথায় অপারেশন করা হয়েছিল।

                                                                         আঙ্কিত কেশরি
এর আগের দিন সিএবি’র ক্লাব লিগ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন বেঙ্গল অনূর্দ্ধ-১৯ দলের অধিনায়ক আঙ্কিত কেশরি। আঘাত পাওয়ার পর আঙ্কিতের দম বন্ধ হয়ে আসায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যুর সাথে লড়ে হেরে যান আঙ্কিত। তাই, রাহুলের চোট নিয়েও আশঙ্কা দেখা দিয়েছিল।

রাহুলের চিকিৎসক বুদ্ধদেব সাহা জানিয়েছেন, তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তার মাথায় যে রক্ত জমাট বেধেছিল, তা বের করে আনা হয়েছে। রাহুলকে তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছে। শিগগিরি তাকে স্বাভাবিক খাবার দেওয়া হবে।

কলকাতা পুলিশের হয়ে খেলা এ ক্রিকেটারের খবরাখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সিএবি’র পক্ষ থেকেও রাহুলের চিকিৎসার সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।