ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তরুণ ক্রিকেটারদের দিকে তাকিয়ে মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
তরুণ ক্রিকেটারদের দিকে তাকিয়ে মাশরাফি ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডে সিরিজে পাকিস্তানকে উড়িয়ে (৩-০) দিয়েছে বাংলাদেশ দল। প্রতিটি ম্যাচেই ব্যাট-বলে দাপট দেখিয়েছে টাইগার ক্রিকেটাররা।

ওয়ানডে সিরিজে শতভাগ সাফল্যের পর শুক্রবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডেতে ভালো করলেও টি-টোয়েন্টিতে তেমন সাফল্য নেই বাংলাদেশ দলের।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেতে তরুণদের পারফরমেন্সের দিকে তাকিয়ে আছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার বিকেলে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের দলের টপ-অর্ডারের ছয়জন ভালো ক্রিকেটার আছে। সাত বা আটে কোনো হার্ডহিটার ব্যাটসম্যান নেই। এটা একটা ল্যাকিংস। টি-টোয়েন্টিতে ভালো করতে হলে তরুণ ক্রিকেটারদের দিকে তাকাতে হবে। ’

টি-টোয়েন্টিতে ভালো করতে হলে শুরুটা গুরুত্বপূর্ন বলে মনে করেন মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ডিফারেন্ট ফরম্যাট। এখানে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ন।   যদি শুরুটা ভালো হয়, আশা করি ভালো কিছুই হবে। ’

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সুযোগ কতটুকু- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘বোলাররা যেভাবে বল করছে, ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছে তাতে আমরা জেতার আশা করতেই পারি। বোলাররা ভালো করলে জেতা সম্ভব। ’

টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে এসেছেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। কালকের ম্যাচে এদের কাউকে সুযোগ দেয়া হবে কী না- এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘কে খেলবে-কে খেলবে না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ’

মোস্তাফিজ ও লিটনের টি-টোয়েন্টি অভিষেকের ব্যাপারে মাশরাফি ‍কিছু না জানালেও দলে তরুণদের সুযোগ দেয়া উচিত বলে মনে করেন মাশরাফি। ‘টি-টোয়েন্টি দলে নতুনদের সুযোগ দেয়া উচিত। এসব ম্যাচ দিয়ে নতুনদের পরীক্ষা করে নেয়া যায়। টি-টোয়েন্টি ম্যাচে অভিজ্ঞতা তেমন কাজে আসে না, পারফরমেন্সের কাছে সবই হার মানে। ’

তিন পেসার নিয়ে টি টোয়েন্টি ম্যাচে খেলবে বাংলাদেশ দল-এটা মোটামুটি নিশ্চিত। পেস অ্যাটাক নিয়ে মাশরাফি বলেন, ‘আমি তিন পেসার নিয়ে খেলানোর পক্ষে। পেস বোলাররা এখন ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রাখছে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।