ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরা আটে সাকিব, আঠারোতে মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
সেরা আটে সাকিব, আঠারোতে মুশফিক ছবি: (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ তে জয়ই শুধু টাইগারদের পুরস্কার হিসেবে আসেনি। ব্যক্তিগত ক্যারিয়ারে টাইগার ক্রিকেটাররা সাফল্য ধরে রেখেছেন বিশ্বসেরাদের তালিকায়।



বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ের বোলিং ক্যাটাগরিতে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে এসেছেন।

এছাড়া বোলিং ক্যাটাগরিতে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ২৫ নম্বরে। তার অর্জিত রেটিং পয়েন্ট ৫৮২। আরাফাত সানি রয়েছেন ৪৯৯ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ৫৩ নম্বরে আর ৫৭ নম্বরে থাকা রুবেল হোসেনের রেটিং পয়েন্ট ৪৮৪। তবে, ৩৯ নম্বরে ৫২৯ রেটিং নিয়ে অবস্থান করছেন আব্দুর রাজ্জাক।

এদিকে ওয়ানডে ব্যাটিং ক্যাটাগরিতে বাংলাদেশের রান-মেশিন খ্যাত মুশফিকুর রহিম উঠে এসেছেন ১৮ নম্বরে। মুশফিকের অর্জন ৬৬৩ রেটিং পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পরপর শতক হাঁকানো আর শেষ ম্যাচে অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল রয়েছেন ৩১ নম্বরে। বাঁহাতি ড্যাশিং এ ওপেনারের অর্জন ৬২১ রেটিং পয়েন্ট।

ব্যাটিংয়ের এ তালিকায় সাকিব রয়েছেন ৩৬ নম্বরে। বাঁহাতি বিশ্বসেরা এ অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৫৮৯। ৪৮ নম্বর জায়গাটি ধরে রেখেছেন নাসির হোসেন আর ৫৬ ও ৫৯ নম্বরে রয়েছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং এনামুল হক বিজয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।