ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাঁহাতি পেসার মুস্তাফিজের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বাঁহাতি পেসার মুস্তাফিজের অভিষেক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৈয়দ রাসেলের পর আবার একজন বাঁহাতি ফাস্ট বোলার পেলো বাংলাদেশ ক্রিকেট দল। মুস্তাফিজুর রহমান নামে ১৯ বছর বয়সী উঠতি এক গতি তারকার অভিষেক হচ্ছে আজ পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে।



শুক্রবার (২৪ এপ্রিল) মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং নেমেছে মাশরাফি বাহিনী।

বিশ্রাম দেওয়া পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন সাতক্ষীরার তরুণ মুস্তাফিজুর রহমান।

৫টি লিস্ট-এ ম্যাচ খেলা মুস্তাফিজুর ৩.৪৫ ইকোনমি রেটে ১২টি উইকেট দখল করেছেন তিনি। এছাড়া ৭টি প্রথম শ্রেণির ম্যাচ থেকে তার ঝুলিতে রয়েছে ২৩টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।