ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনিকেও টপকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ধোনিকেও টপকে গেলেন মুশফিক ছবি : শোয়েব মিথূন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের মিডল-অর্ডারের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিমকে লাল-সবুজদের দলপতি মাশরাফি বলেছিলেন ‘টাইগারদের রান-মেশিন’। এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান শুধু রান করেই এগিয়ে যাননি, উইকেটের পেছনে দাঁড়িয়ে টি-টোয়েন্টি ফরমেটের ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।



পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর নিউজিল্যান্ডের দলপতি ব্রেন্ডন ম্যাককালামকেও ছাড়িয়ে গেলেন মুশফিক।

বিশ্ব ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টি ফরমেটে মুশফিকের মোট ডিসমিসালের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৬টি। যেখানে তিনি ধোনি, ম্যাককালামকে ছাড়াও টপকে গেছেন দ. আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, অস্ট্রেলিয়ার ব্রাড হাডিন আর ইংল্যান্ডের কিউইসটারকে।

মুশফিকের উপরে রয়েছেন মাত্র তিনজন উইকেটরক্ষক। শীর্ষে রয়েছেন বাজে পারফরেমেন্সের কারণে বাদ পড়া পাকিস্তানের কামরান আকমল। ৫৪ ম্যাচে তার মোট ডিসমিসাল ৬০টি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৫১ ম্যাচ খেলা দিনেশ রামদিন। ক্যারিবীয় এ উইকেটরক্ষকের ডিসমিসাল ৪৭টি।

মুশফিকের ঠিক উপরেই তিন নম্বরে অবস্থান করছেন ৫৬ ম্যাচ খেলা শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। লঙ্কান এ উইকেটরক্ষকের মোট ডিসমিসাল ৪৫টি।

৩৯ ম্যাচ খেলে ৩৮টি ইনিংস থেকে মুশফিক তার ৩৬টি ডিসমিসাল করেছেন। যেখানে ১৫ বার উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ নিয়ে আর ২১ বার স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠিয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।

সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের হার্ডহিটার ‘বুমবুম আফ্রিদী’কে ফিরিয়ে মুশফিক তার ৩৫তম ডিসমিসাল পূর্ণ করেন। এরপর ওপেনার মুক্তার আহমেদকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ধোনিকে টপকে যান মুশফিক। টিম ইন্ডিয়ার দলপতি মুশফিকের সমান ৩৬টি ডিসমিসাল করলেও খেলেছেন ৫০টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।