ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা ছাড়ছে বাংলাদেশ ও পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ঢাকা ছাড়ছে বাংলাদেশ ও পাকিস্তান ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেস্ট সিরিজে অংশ নিতে খুলনার উদ্দেশ্যে শনিবার বিকেলে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মুশফিক-মিসবাহরা খুলনার উদ্দেশ্যে রওয়ানা হবেন।



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২৮ এপ্রিল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৬ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

বাংলাদেশের টেস্ট  স্কোয়াড: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহিদ।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: মিসবাহ-উল-হক (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আসাদ শফিক, আজহার আলী, ইউনিস খান, হারিস সোহাল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবার, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান ও রাহাত আলী।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।