ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিনভর ঘাম ঝরালেন মুশফিক ও মিসবাহ বাহিনী

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
দিনভর ঘাম ঝরালেন মুশফিক ও মিসবাহ বাহিনী ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে টাইগাররা এখন খুলনায় অবস্থান করছে। প্রথম টেষ্টের প্রস্তুতি হিসেবে রো্ববার (২৬ এপ্রিল) দু’দলই অনুশীলন করে।

সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দলের খেলোয়াড়রা ঘাম ঝরিয়েছেন।

এদিকে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দক্ষতা নিয়ে খুলনা টেস্টে ভাল কিছু করার প্রত্যাশার কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ ও পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২৮ এপ্রিল খুলনার শহীদ শেখ আবু নাসের ষ্টেডিয়ামে শুরু হবে। শনিবার সন্ধ্যায় খুলনায় পৌঁছানোর পর রোববার প্রথম দিনের অনুশীলন করে দুই দল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাটিং, বোলিংসহ কঠোর অনুশীলন করে পাকিস্তান।

অনুশীলন শেষে টেস্ট সিরিজকে ঘিরে তাদের প্রত্যাশার কথা-তুলে ধরেন পাকিস্তান দলের ওপেনার সামী আসলাম। অনুশীলন শেষে পাকিস্তান দলের ওপেনার সামী আসলাম বলেন, অভিজ্ঞ ইউনুস খান ও মিসবাহদের ভাল পারফরমেন্সের মাধ্যমে টেস্টে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় পাকিস্থান।

দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুশীলন করে টাইগার বাহিনী।

বাংলাদেশ দলের সক্ষমতার কথা তুলে ধরেন সাকিব। সেখানে তিনি বলেন, বোলিং এবং ফিল্ডিংয়ে আমরা এগিয়ে আছি। ওয়ানডে সিরিজের মতো টেস্টেও যদি ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে টেস্টেও আমরা ভালো করব।

সোমবার সকাল-বিকাল দুই দফায় শেখ আবু নাসের ষ্টেডিয়ামে অনুশীলন করবে দুই দল।

উল্লেখ্য, টেস্ট ভেন্যু হিসেবে শেখ আবু নাসের স্টেডিয়ামের অভিষেক ২০১২ সালে। দুই বছরের অপেক্ষার পর গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছে শেষ ম্যাচ। যেখানে ব্রেন্ডন টেইলর-চিগুম্বুরাদের ১৬২ রানে হারিয়েছিল টাইগাররা। ৫ মাসের ব্যবধানে আবারও এই লাকি ভেন্যুতে ২৮ এপ্রিল সাদা পোশাকে নামবে সাকিব-তামিমরা-মুশফিকরা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমআরএম/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।