ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিংবদন্তিদের কাতারে মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কিংবদন্তিদের কাতারে মুমিনুল সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেই অনন্য এক কীর্তি গড়লেন বাংলাদেশের মুমিনুল হক। টানা দশ টেস্টে পঞ্চাশের বেশি রানের ইনিংস খেলার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের পাশে নাম লেখালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।



মঙ্গলবার (২৮ এপ্রিল) খুলনার আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ চার উইকেটে ২৩৬ রান। মুমিনুলের পাশাপাশি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস (৫১)। এক রানের জন্য ফিফটি মিস করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

দিনের শেষ ওভারের পঞ্চম বলে স্পিনার জুলফিকার বাবরের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল (৮০)। অপর প্রান্তে ১৯ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেই ব্যাটিং গড়ের দিক থেকে কিংবদন্তিদের কাতারে নাম লেখান মুমিনুল। টেস্টে কমপক্ষে ২০ ইনিংসে ব্যাট করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের পরেই মুমিনুলের নাম।

শুধুমাত্র কমপক্ষে ২০ ম্যাচই নয় রেকর্ডের পরিসংখ্যানে সব কিছু মিলিয়েই দ্বিতীয় স্থানে রয়েছেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং গড় এখন ৬৩.৯০। সর্বোচ্চ ৯৯.৯৪ ব্যাটিং গড় নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যান। অন্য কোনো ব্যাটসম্যান ৬১ ব্যাটিং গড়ই ছুঁতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ৬০.৯০ ব্যাটিং গড় রয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পলকের।

আরো একটি রেকর্ডের দিকে এগোচ্ছেন মুমিনুল। পাকিস্তানের বিপক্ষে পরের দুই টেস্টেও পঞ্চাশোর্ধ ইনিংস খেলতে পারলে তিনি দক্ষিণ আফ্রিকান বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের পাশে নাম লেখাবেন। সর্বোচ্চ টানা ১২টি টেস্ট ম্যাচে পঞ্চাশের বেশি রানের ইনিংস খেলেছেন ভিলিয়ার্স।

উল্লেখ্য, এখন পর্যন্ত ১৩টি টেস্ট (চলমান টেস্ট সহ) ম্যাচের ২৪টি ইনিংসে ব্যাট করেছেন ‍মুমিনুল। ৬৩.৯০ গড়ে ১,২৭৮ রান করেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। রয়েছে আটটি অর্ধশতক ও চারটি সেঞ্চুরি। ২০১৩ সালে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষেই কেবল ফিফটির দেখা পাননি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘন্টা, এপ্রিল ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।