ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সফর নিশ্চিত করলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
পাকিস্তান সফর নিশ্চিত করলো জিম্বাবুয়ে

ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে ছয় বছরের বিরতির পর আবারো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বোর্ড চেয়ারম্যান উইলসন ম্যানেস এমনটি নিশ্চিত করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) টুইটারের মাধ্যমে জানায়, জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৯ মে লাহোরে এসে পৌঁছাবে। ২২ মে থেকে ৩১ মে’র মধ্যে দু’টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

অন্যদিকে, এ সফরের শর্ত হিসেবে পাকিস্তানও জিম্বাবুয়ে সফরে যাবে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যালিস্টার ক্যাম্পবেল বলেন, ‘ক্রিকেটে দ্বি-পক্ষীয় সম্পর্ক বজায় রাখার জন্যই আমরা পাকিস্তান সফরে যাচ্ছি। আগস্ট মাসে পাকিস্তানও জিম্বাবুয়েতে আসবে। ’

উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে এসে শ্রীলঙ্কার টিম বাস সন্ত্রাসী হামলা শিকার হয়। এই মর্মান্তিক ঘটনায় ছয়জন পাকিস্তানি পুলিশ ও দুইজন সাধারণ মানুষ নিহত হন। শ্রীলঙ্কান ক্রিকেট দলের ছয়জন ক্রিকেটার আহত হয়। এর পর থেকেই পাকিস্তানে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।