ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অফ-স্পিনে নিষেধাজ্ঞা পেলেন নারিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
অফ-স্পিনে নিষেধাজ্ঞা পেলেন নারিন

ঢাকা: গত ২২ এপ্রিল আইপিএলের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বোলিং করার সময় আম্পায়ারদের সন্দেহে পড়েন কোলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনিল নারিন। পরে চেন্নাইয়ে স্যার রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিজের বোলিং পরিক্ষা দেন এ ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার।



এদিকে নারিনের পরিক্ষা শেষে বিসিসিআইয়ে’র ‘সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি’ তার অফ-স্পিন বোলিং এর ওপর নিষেধাজ্ঞা আনেন। তবে অফ-স্পিন ছাড়া অন্য যে কোন ধরণের বোলিং করতে পারবেন নারিন।

পরে বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘নারিন যদি এ মৌসুমে আবারো অফ-স্পিন বল করে তাহলে ম্যাচের আম্পায়ররা ‘নো’ বল দিতে পারবে। আর আইন অনুযায়ী বিসিসিআইয়ের অধীনে যে কোন ম্যাচ থেকে তিনি নিষেধাজ্ঞা পাবেন। ’

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।