ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোববার থেকে এইচপি’র ম্যাচ অনুশীলন শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুন ৬, ২০১৫
রোববার থেকে এইচপি’র ম্যাচ অনুশীলন শুরু

ঢাকা: রোববার থেকে শুরু হচ্ছে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি)  ম্যাচ প্রস্তুতি পর্ব। ছোট ফরম্যাটের টি-টোয়েন্টি  দিয়েই শুরু হচ্ছে অনুশীলন ম্যাচের যাত্রা।

রোববার ও সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি  টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন এইচপির ক্রিকেটাররা।

অবশ্য তাদের সঙ্গে স্কোয়াডের বাইরে থাকা  ২-১ জন ক্রিকেটারও যোগ হয়েছেন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও আরাফাত সানিকে এইচপি দলে সুযোগ দেওয়া হয়েছে।

দিবারাত্রির এই ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। এইচপির স্কোয়াড ও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে ম্যাচ দুটি খেলবেন।

আগামি ১০ ও ১২ জুন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে দুটি ওয়ানডে ম্যাচ। এরপর ১৭-১৮ জুন ও ২০-২১ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুটি দুই দিনের ম্যাচ খেলবে এইচপি ইউনিট।

গত সপ্তাহে ফিটনেস টেস্ট, বিভিন্ন স্কিল টেস্ট, ব্যাটিং-বোলিং অনুশীলন এবং ফিল্ডিং অনুশীলনে সময় কেটেছে এইচপিতে ডাক পাওয়া ক্রিকেটারদের। চলতি সপ্তাহের শুরুতে তিন ফরম্যাটের ম্যাচ আয়োজন করে ক্রিকেটারদের পরখ করে নিতে চান এইচপির কোচিং ডিরেক্টর পল টেরি ও হেড কোচ ম্যাল লয়।  

এইচপি স্কোয়াড : রনি তালুকদার, এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, তাসামুল হক, মাহমুদুল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, আরাফাত সানি, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, নিহাদ-উজ-জামান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী, আবু হায়দার মেহেদি হাসান, কামরুল ইসলাম, দেওয়ান সাব্বির আহমেদ, নুরুল হাসান, জাবিদ হোসেন, ইরফান শুক্কুর।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুন ০৬ ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।